বাঙালিকে ‘আই লাই ইউ’ শেখানো জয় আর নেই

কলকাতা: অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন জয়৷ শ্বাসকষ্ট জনিত…

বাঙালিকে ‘আই লাই ইউ’ শেখানো জয় আর নেই

কলকাতা: অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন জয়৷ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে৷ সমাজ ও রাজনীতিতে তাঁর অবদান বহুসময়ের জন্য মনে রাখা হবে।  (Joy Bandyopadhyay passes away)

বাংলা ছবিতে তাঁর কীর্তি

চলচ্চিত্রের জগতে জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন এক উজ্জ্বল নাম। রুপোলি পর্দায় তিনি দীর্ঘদিন অভিনয় করেছেন৷ বাংলা ছবিতে প্রথম ‘আই লাভ ইউ’ বলেছিলেন তিনিই৷ এক সময় চুমকি চৌধুরীর সঙ্গে জয়ের জুটি ছিল হিট৷ ‘অভাগিনী’ আর ‘হীরক জয়ন্তী’ ছিল সেই সময়ের ব্লকব্লাস্টার৷ চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর প্রেমও ছিল সেই সময় চর্চার কেন্দ্রে৷ যদিও চুমকির সঙ্গে প্রেম টেকেনি৷ সম্পর্ক ভাঙার পর আর অঞ্জন চৌধুরীর ছবিতে কাজ করেননি জয়৷ যা নিয়ে পরে অবশ্য আফশোসও করেছিলেন অভিনেতা৷ পরবর্তী সময়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন জয় বন্দ্যোপাধ্যায়৷

   

রাজনৈতিক জীবন

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ান তিনি৷ সেখানকার বর্তমান সাংসদ তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। ২০১৯ সালে উলুবেড়িয়া থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তৃণমূল সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না৷ 

Advertisements

Entertainment: Actor and BJP leader Joy Bandyopadhyay has passed away at age 62 after a long battle with COPD. Known for his contributions to both cinema and politics, he was a prominent figure in West Bengal’s cultural and political landscape.