‘প্রাক্তন’ হলেন পূজারা, এবার কোন পথে?

এশিয়া কাপের (Asia Cup) আগেই ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) বড় ধাক্কা। রবিবার (২৩ আগস্ট) আচমকাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন টেস্ট স্পেশালিস্ট…

Indian Cricket Team star batter Cheteshwar Pujara retires from cricket now possible future in Coaching after Test career Ends

এশিয়া কাপের (Asia Cup) আগেই ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) বড় ধাক্কা। রবিবার (২৩ আগস্ট) আচমকাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন টেস্ট স্পেশালিস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। দীর্ঘ প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ার, ১০৩টি টেস্ট ম্যাচ, ৭১৯৫ রান, ১৯টি শতরান। সবকিছুই যেন ব্যাট-প্যাড খুলে ড্রেসিংরুমে রেখে এলেন পূজারা।

পূজারার বিদায় শুধুই এক ক্রিকেটারের অবসর নয়, বরং এক পুরনো ক্রিকেট দর্শনের সমাপ্তি। যখন টি-টোয়েন্টির যুগে চার ও ছয়ের বন্যা বয়ে যাচ্ছে, তখনও পূজারা ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন ধৈর্য, সংযম আর টেকনিককে সঙ্গে নিয়ে। কিন্তু অবশেষে সময়ের স্রোতের কাছে হার মানলেন তিনিও।

   

এশিয়া কাপে ভারতের স্কোয়াডে সুযোগ না পাওয়াই কি এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ? নাকি দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে বাইরে থাকাটাই চূড়ান্তভাবে অবসরের দিকে ঠেলে দিয়েছে তাঁকে? ক্রিকেট মহলে শুরু হয়েছে জল্পনা। অনেকে মনে করছেন, বিসিসিআইয়ের তরফে ঠিকঠাক সম্মান না পাওয়াটাই পূজারাকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি। টেস্টে ভারতীয় দলের সাফল্যের নেপথ্য নায়ক হলেও, শেষের দিকে পূজারাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি।

অবসরের দিনই পূজারা বলেন, “আমি এখনও এটা নিয়ে বিশেষ কিছু ভাবিনি। সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছি। কিন্তু ভবিষ্যতের জন্য সমস্ত দরজা খোলা রইল।” এই বক্তব্য থেকেই শুরু হয়েছে নতুন করেন জল্পনা। তাহলে কি খুব শীঘ্রই কোচিং জগতে দেখা যাবে তাঁকে?

টেকনিক্যাল দিক দিয়ে পূজারা নিঃসন্দেহে আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটারদের একজন। বিশেষত টেস্ট ফরম্যাটে তাঁর ক্লাস, কনসিস্টেন্সি আর কনসেনট্রেশন চোখে পড়ার মতো। কিন্তু প্রশ্ন হল, আইপিএলের মতো টি-টোয়েন্টি বাজারে তাঁর কোচিং দক্ষতা আদৌ কাজে লাগবে কি?

Advertisements

সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলছে, অবসরের পর অনেক ক্রিকেটারই আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছেন কোচ বা মেন্টর হিসেবে। কিন্তু পূজারা নিজে আইপিএলে খুব একটা সফল ছিলেন না। সে কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর সুযোগ পাওয়া নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

তবে জাতীয় দলের টেস্ট ইউনিট বা ঘরোয়া ক্রিকেটের কোনও দল, এমনকি বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং কোচ হিসেবে তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। তরুণদের মধ্যে ক্লাসিক টেস্ট ব্যাটিংয়ের শিক্ষা পৌঁছে দিতে পূজারার অভিজ্ঞতা ভীষণ প্রয়োজনীয়।

Indian Cricket Team star batter Cheteshwar Pujara retires from cricket now possible future in Coaching after Test career Ends