জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এবার আরও একটি দারুণ ফিচার যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের বিশেষ করে স্টেটাস আপডেট করার ক্ষেত্রে বড় চমক হতে চলেছে। এই নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি অন্য অ্যাপ থেকেও তাদের ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করতে পারবেন।
WhatsApp-এ নতুন ফিচার
প্রতিষ্ঠিত সোর্স WABetaInfo এই ফিচারের তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের iOS বিটা ভার্সন 25.22.83-এ প্রথম দেখা গেছে। সঙ্গে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, iOS Share Sheet ব্যবহার করে কোনো মিডিয়া ফাইল সরাসরি হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার সুযোগ থাকছে।
আগে অন্য কোনো অ্যাপ থেকে ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপে স্টেটাস হিসেবে দিতে চাইলে, ব্যবহারকারীকে প্রথমে হোয়াটসঅ্যাপকে (WhatsApp) টার্গেট অ্যাপ হিসেবে সিলেক্ট করতে হতো। কিন্তু নতুন ফিচারের ফলে শেয়ার শিটে সরাসরি “My Status” অপশন পাওয়া যাবে। অর্থাৎ কোনো অ্যাপ থেকেই মিডিয়া শেয়ার করলে, সেটিকে সরাসরি স্টেটাসে যুক্ত করার সুবিধা মিলবে।
আরও সহজ হবে শেয়ারিং
নতুন আপডেটের মাধ্যমে ইউজাররা চাইলে ইনডিভিজুয়াল কন্ট্যাক্ট, গ্রুপ চ্যাট অথবা সরাসরি স্টেটাস আপডেট— তিনটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্টে আলাদাভাবে না গিয়েও সরাসরি স্টেটাসে মিডিয়া যুক্ত করা যাবে। এতে করে সময় বাঁচবে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও মসৃণ হবে।
১ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Vivo Y500, কোম্পানির সবচেয়ে শক্তিশালী ব্যাটারি সহ আসবে
আপডেট কবে আসছে?
বর্তমানে এই ফিচারটি ধীরে ধীরে iOS ইউজারদের কাছে রোল আউট করা হচ্ছে। তাই যদি আপনার ফোনে এখনো এই অপশন না এসে থাকে, তবে কয়েক দিনের মধ্যেই এটি পাওয়া যাবে। নতুন ফিচারটি একবার চালু হলে স্টেটাস শেয়ার করার অভিজ্ঞতা অনেকটাই বদলে যাবে।
📝 WhatsApp for iOS 25.22.83: what’s new?
WhatsApp is rolling out a feature to share status updates from other apps, and it’s available to some users!
Some users can get this feature through earlier updates.https://t.co/KjdUcnXn1L pic.twitter.com/t4F8vXBdHt— WABetaInfo (@WABetaInfo) August 24, 2025
সব মিলিয়ে বলা যায়, হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই নতুন স্টেটাস শেয়ারিং অপশন ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। বিশেষ করে যারা নিয়মিত স্টেটাসে ছবি বা ভিডিও শেয়ার করেন, তাদের জন্য এটি হবে আরও সহজ, দ্রুত ও আকর্ষণীয়।