জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি হানা, ফের মোবাইল ছুঁড়লেন বিধায়ক, চলছে জিজ্ঞাসাবাদ

বড়ঞা: সাত সকালে মুর্শিদাবাদে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়েছে ইডি৷ নবম ও দশম নিয়োগ…

ed raid at jibankrishna saha residence

বড়ঞা: সাত সকালে মুর্শিদাবাদে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়েছে ইডি৷ নবম ও দশম নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি-র অধিকারিকরা। সোমবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি এলাকার বাড়িতে পৌঁছে ইডি টিম। খবর অনুযায়ী, সেই সময় নিজের বাড়িতেই ছিলেন জীবনকৃষ্ণ সাহা৷ তবে ইডিকে দেখেই তিনি পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। তিনজন ইডি জওয়ান ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন এবং বাড়ির ভিতরে নিয়ে আসেন। অন্তত পাঁচজন ইডি কর্মকর্তা তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।

মুর্শিদাবাদ ও বীরভূমে একাধিক তল্লাশি

জীবনকৃষ্ণ সাহা ছাড়াও মুর্শিদাবাদ ও বীরভূমের আরও তিনটি স্থানে তল্লাশি শুরু হয়েছে। ইডু টিম পৌঁছেছে তাঁর পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও। মায়া সাহা সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

   

এদিনও ইডিকে দেখে নিজের মোবাইল ছুড়ে ফেলন বিধায়ক৷ প্রথমে ইডি আধিকারিকেরা তা বুঝতে না পারলেও, পরে পিছনের ঝোপেক নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার ককে আনা হয়৷

অতীত ইতিহাস ed raid at jibankrishna saha residence

জীবনকৃষ্ণ সাহাকে এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি। ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই তাঁর বড়ঞার আন্দি গ্রামের বাড়িতে ৭২ ঘণ্টার অভিযান চালিয়েছিল। সেই সময় তৃণমূল বিধায়ক নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন যাতে তথ্যপ্রমাণ লোপাট করা যায়। পরে বিশেষজ্ঞদের মাধ্যমে একটি মোবাইল উদ্ধার করা হয়েছিল। সেই টানা জেরার প্রেক্ষিতে বিধায়ক ভেঙে পড়েছিলেন৷ পরে তাঁকে গ্রেফতার করা হয়।

প্রায় এক বছর জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ। ১৩ মাস পর তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট৷  ২০২৪ সালে জামিনে মুক্ত হন৷ 

Advertisements

কলকাতা সহ অন্যান্য এলাকায় অভিযান

সূত্রের খবর, কলকাতাতেও একাধিক জায়গায় ইডি-র টিম অভিযান চালাচ্ছে। বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীসহ তল্লাশি কার্যক্রম চলছে। পুজোর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ফের সক্রিয় হয়ে উঠেছে।

সংস্থার এই অভিযান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রমাণ সংগ্রহ ও দায়ীদের শাস্তির লক্ষ্যে তীব্রভাবে চলছে।

West Bengal: The ED is conducting raids at the residence of TMC MLA Jiban Krishna Saha in Murshidabad as part of the teacher recruitment scam probe. The operation extends to multiple locations in Murshidabad and Birbhum, marking renewed action by the agency.