কলকাতা: বাংলার আকাশে নিম্নচাপের মেঘ কাটার নাম নেই। বঙ্গোপসাগরের উপকূল থেকে একটি নিম্নচাপ সরে যেতেই ফের নতুন নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। এর জেরে অগাস্টের শেষ পর্যন্ত রোদের দেখা কার্যত ভাগ্যের উপর ছেড়ে দিতে হচ্ছে রাজ্যবাসীকে। জমা জল, কাদা আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সঙ্গেই চলবে দিনযাপন।
নিম্নচাপের গতিপ্রকৃতি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ে প্রবেশ করেছে। শক্তিও অনেকটাই ক্ষয় হয়েছে। এর ফলে রবিবার দুপুরের পর থেকেই কলকাতা-সহ শহরতলি এলাকায় বৃষ্টি কিছুটা কমেছে। সোমবারও শহরে বৃষ্টিপাতের মাত্রা হাল্কা থাকবে বলে পূর্বাভাস।
তবে এখানেই শেষ নয়। ওড়িশা উপকূলবর্তী বঙ্গোপসাগরে সোমবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি তৈরি হলে আগামী ২৯ ও ৩০ অগাস্ট ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সোমবার কোথায় কেমন বৃষ্টি? West Bengal heavy rain forecast
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টি তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা। দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। মঙ্গলবারও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি অব্যাহত থাকবে। সেই সঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা।
এছাড়া ২৬ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। তবে এরপরের তিন দিন উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। ফের ২৯ ও ৩০ অগাস্ট পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
West Bengal: West Bengal’s monsoon woes continue as a new low-pressure area looms over the Bay of Bengal. Expect heavy rain in South Bengal on August 29-30, dashing hopes for sun. This is the latest weather forecast from the Alipore Meteorological Department.