সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছিল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। তৃতীয় এবং দ্বিতীয় উভয় ডিভিশন লিগেই চূড়ান্ত সাফল্য পেয়েছিল বাংলার এই ফুটবল ক্লাব। যারফলে এবার প্রথম ডিভিশনের ছাড়পত্র পেয়েছে বাংলার এই শক্তিশালী দল। তাই আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করতে মরিয়া ছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে নিশ্চিত করেছে ডায়মন্ড হারবার। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে।
তবে গত কয়েক মাস ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ব্রাইট এনবাখোরের নাম। বছর কয়েক আগে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের খেলে গিয়েছিলেন এই নাইজেরিয়ান ফুটবলার। তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। কিন্তু পরবর্তীতে তাঁকে রিলিজ করে দিতে বাধ্য হয়েছিল ইস্টবেঙ্গল। বিভিন্ন মাধ্যম সূত্রে শোনা যাচ্ছিল পুনরায় ভারতে ফিরতে আগ্রহী এই ফুটবলার। সেক্ষেত্রে এবার অনেকটাই এগিয়ে ছিল ডায়মন্ড হারবার। শেষ পর্যন্ত তাঁকে দলে টেনে নেয় কিবু ভিকুনার এই ফুটবল ক্লাব। তবে ভিসা জনিত সমস্যার দরুন শহরে আসতে কিছুটা হলেও সমস্যা তৈরি হয়েছিল এই তারকার।
তবে গত কয়েকদিন আগেই মিটেছে সেই সমস্যা। যারফলে মনে করা হচ্ছিল যে খুব শীঘ্রই হয়তো শহরে চলে আসবেন এই নাইজেরিয়ার এই তারকা। সেটাই হতে চলেছে এবার। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে সোমবার বিকেল ৫টা বেজে কুড়ি মিনিট নাগাদ শহরে চলে আসবেন ব্রাইট এনবাখোরে (Bright Enobakhare)। কিন্তু তিনি একানন। ভিসার সমস্যা দেখা দিয়েছিল দলের আরেক বিদেশি ফুটবলার সানডে আফোলাবির (Sunday Afolabi)। গত কয়েকদিন আগে তাঁর ও মিটে গিয়েছিল সেই সমস্যা।
যারফলে সব ঠিকঠাক থাকলে সোমবার বিকেলে একই সাথে শহরে পা রাখতে চলেছেন দলের এই দুই ফুটবলার। তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী করে তুলবে দলকে।