গত মরসুমটা খুব একটা ভালো যায়নি ওডিশা এফসির (Odisha FC)। দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল প্রথম ডিভিশন লিগের টানা দুইটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল। গত বছরের শেষের দিকে দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সার্জিও লোবেরার ছেলেরা। সহজেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেদের।
তারপর চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি আইএসএলের এই দলের। যারফলে নতুন করে সুপার সিক্সের স্বপ্ন দেখতে শুরু করেছিল প্রত্যেকে। কিন্তু সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সুপার সিক্স স্থান নিশ্চিত করেছিল মুম্বাই সিটি এফসি। তারপর কলিঙ্গ সুপার কাপে প্রভাব ফেলার লক্ষ্য থাকলেও পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেয়ে প্রথম ম্যাচেই বিদায় নিয়েছিল ওডিশা। কিন্তু সেইসব অতীত। নতুন ফুটবল মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল।
সেইমতো গত কয়েক মাসে দলের প্রায় তিন ফুটবলারকে বিদায় জানিয়েছিল ওডিশা কতৃপক্ষ। সময়ের সাথে সাথেই দীর্ঘ হয়েছে সেই তালিকা। সেই তালিকায় ছিল মরোক্কান তারকা আহমেদ জাহুর (Ahmed Jahouh) নাম। বলাবাহুল্য, গত সিজনের মাঝামাঝি সময় হঠাৎ নিজের দেশে ফিরে গিয়েছিলেন এই তারকা যা ভালোভাবে নেয়নি ওডিশা ম্যানেজমেন্ট। পরবর্তীতে আইনের লড়াইয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল তাঁদের তরফে। যারফলে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল কতৃপক্ষ। এবার তাঁকে নিয়েই উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে বেশ কয়েক মরসুম ভারতীয় ফুটবলের কাটানোর পর এবার নিজের দেশেই খেলবেন তিনি।
দিনকয়েক আগে যদি যোগদান করেছেন মরক্কোর প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ফাথ ডি নাডোরে। আপাতত একটি সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি থাকলেও পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।