২০ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Realme P4 সিরিজ, থাকবে শক্তিশালী ব্যাটারি ও প্রিমিয়াম ফিচার

ভারতের স্মার্টফোন মার্কেটে আবারও বড় চমক নিয়ে আসছে Realme। কোম্পানি ঘোষণা করেছে যে আসছে ২০ আগস্ট, ২০২৫-এ ভারতে লঞ্চ হবে তাদের নতুন Realme P4 সিরিজ।…

Realme P4 5G Sale Begins in India

ভারতের স্মার্টফোন মার্কেটে আবারও বড় চমক নিয়ে আসছে Realme। কোম্পানি ঘোষণা করেছে যে আসছে ২০ আগস্ট, ২০২৫-এ ভারতে লঞ্চ হবে তাদের নতুন Realme P4 সিরিজ। এই সিরিজে থাকছে দুটি মডেল – Realme P4 এবং Realme P4 Pro 5G। শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে, ফ্ল্যাগশিপ-গ্রেড ক্যামেরা এবং এআই ফিচারের কারণে এই ফোন সিরিজটি ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

Realme P4 Pro 5G: হাইলাইটস

ডিসপ্লে: P4 Pro 5G-তে দেওয়া হয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা আসবে ১৪৪Hz রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৬,৫০০ নিটস ব্রাইটনেস সহ। ফলে গেমিং এবং মাল্টিমিডিয়া অভিজ্ঞতা হবে আরও জীবন্ত ও মসৃণ।

   

পারফরম্যান্স: ফোনে থাকছে Snapdragon 7 Gen 4 চিপসেট এবং বিশাল ৭,০০০ বর্গমিমি কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় ধরে হাই-পারফরম্যান্স ব্যবহারেও ডিভাইস ঠান্ডা রাখবে।

Samsung Galaxy M05-তে সাশ্রয়ের সুযোগ, মাত্র ৬,৪৯৯ টাকায় মিলবে ৫০MP ক্যামেরা স্মার্টফোন

ব্যাটারি: এই স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ৭,০০০mAh ব্যাটারি। এর সঙ্গে দেওয়া হচ্ছে ৮০W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট, অর্থাৎ এই ফোন অন্য ডিভাইসও চার্জ করতে পারবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX896 সেন্সর যুক্ত প্রাইমারি ক্যামেরা, যাতে থাকবে OIS সাপোর্ট। সেলফির জন্য থাকছে শক্তিশালী ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Advertisements

এআই ফিচার: কোম্পানি নতুন কিছু AI ফিচার যুক্ত করেছে, যার মধ্যে আছে Travel Snap এবং Landscape Mode, যা ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

প্রত্যাশিত দাম: P4 Pro 5G-এর দাম ভারতের বাজারে রাখা হতে পারে ₹৩০,০০০ টাকার নিচে, যা এই স্পেসিফিকেশনের জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক।

Realme P4 (স্ট্যান্ডার্ড মডেল)

স্ট্যান্ডার্ড Realme P4 মডেলে সম্ভবত AMOLED এর বদলে LCD ডিসপ্লে দেওয়া হবে। প্রসেসর হিসেবে থাকবে একটি মিড-রেঞ্জ ডাইমেনসিটি চিপসেট। ব্যাটারি হবে প্রায় ৫,০০০mAh, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। দাম রাখা হতে পারে ₹২০,০০০ থেকে ₹২৫,০০০ এর মধ্যে, যা বাজেট সচেতন গ্রাহকদের জন্য উপযুক্ত।

লঞ্চ ও অফার

Realme P4 সিরিজ বিক্রি হবে Flipkart, Realme e-store এবং রিটেল পার্টনারদের মাধ্যমে। লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে YouTube-এ। এছাড়াও কোম্পানি আনতে পারে ব্যাংক অফার ও ফ্রি অ্যাকসেসরিজ, যা গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা দেবে।

Realme P4 Pro 5G কম দামে (₹৩০,০০০-এর নিচে) দিচ্ছে ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার – যেমন ১৪৪Hz AMOLED ডিসপ্লে, ৭,০০০mAh ব্যাটারি, শক্তিশালী Snapdragon চিপসেট ও ৫০MP ক্যামেরা। ফলে এটি নিঃসন্দেহে Redmi ও Samsung-এর মিড-রেঞ্জ ফোনগুলোর জন্য বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।