কলকাতা: রাজ্যের প্রায় ৮৬ শতাংশ মানুষ বাংলাভাষী। অথচ কলকাতা শহরে ৯৯ শতাংশ দোকানেই নামফলক বাংলা ভাষায় লেখা নেই। এই বাস্তবতাকেই সামনে রেখে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা পুরসভার আওতাধীন সব দোকান, শপিং মল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করা হবে।
মাসিক অধিবেশনে সিদ্ধান্ত ঘোষণা
পুরসভার মাসিক অধিবেশনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মেয়র। এদিন ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী দোকানগুলিতে বাংলায় নামফলক না থাকার প্রসঙ্গ তোলেন। তার জবাবেই ফিরহাদ হাকিম জানান, “বাংলায় লেখা বাধ্যতামূলক। অন্য ভাষায় লেখা থাকতে পারে, কিন্তু বাংলা ছাড়া চলবে না।”
পুনর্নবীকরণ বিভাগকে নজরদারির দায়িত্ব Bengali signage mandatory Kolkata shops
সূত্রে খবর, দোকান ও মলের লাইসেন্স পুনর্নবীকরণ বিভাগকে বিষয়টি নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে দোকানমালিক বা মল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুরসভা। একইসঙ্গে কলকাতার উপকণ্ঠ নিউটাউনেও একই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে প্রশাসন।
প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সেই আবহেই কলকাতা শহরের দোকান ও মলে বাংলায় নামফলক বাধ্যতামূলক করার পদক্ষেপকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Kolkata City: Kolkata Municipal Corporation mandates Bengali signage in all shops, malls, and commercial establishments. Mayor Firhad Hakim emphasizes inclusion of Bengali alongside other languages for cultural preservation.