নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কাস্টমস নীতির জেরে ভারত থেকে আমেরিকামুখী ডাকসেবা সাময়িকভাবে স্থগিত করল ডাক বিভাগ। আগামী ২৫শে আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
ডাক বিভাগ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত ৩০শে জুলাই Executive Order No. 14324 জারি করে, যেখানে ৮০০ ডলার পর্যন্ত পণ্যের উপর চলা ‘ডিউটি-ফ্রি ডি মিনিমিস এক্সেম্পশন’ প্রত্যাহার করা হয়। অর্থাৎ ২৯শে আগস্ট থেকে যুক্তরাষ্ট্রগামী সব আন্তর্জাতিক ডাকপত্র ও পার্সেল—তাদের মূল্যের তোয়াক্কা না করেই—শুল্কের আওতায় আসবে। তবে ১০০ ডলার পর্যন্ত উপহার পাঠানো আপাতত শুল্কমুক্ত থাকবে।
ডাক পরিবহণে জটিলতা
প্রশাসনিক এই পরিবর্তনের কারণে আন্তর্জাতিক ডাক পরিবহণে জটিলতা তৈরি হয়েছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) নতুন নিয়ম চালুর জন্য ১৫ আগস্ট নির্দেশিকা জারি করলেও “যোগ্য পক্ষ” (qualified parties) চিহ্নিতকরণ ও শুল্ক আদায়ের প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। এর ফলে মার্কিনগামী এয়ারলাইন্স কর্তৃপক্ষ ভারতকে জানিয়ে দিয়েছে যে, তারা ২৫ আগস্টের পর আর কোনো ডাকবস্তা গ্রহণ করতে পারবে না।
ভারতের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা india post suspends us mail service
প্রসঙ্গত, এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক চাপিয়ে দিয়েছেন। ফলে মোট শুল্কের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
ভারতের ডাক বিভাগ জানাচ্ছে, আপাতত কেবল চিঠি, নথিপত্র ও ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী পাঠানো যাবে। অন্য সমস্ত ধরণের ডাক আর বুকিং করা যাবে না। ইতিমধ্যেই বুক হওয়া এবং পাঠানো সম্ভব নয় এমন ডাকপত্রের ক্ষেত্রে গ্রাহকেরা ডাকমাশুল ফেরত পাবেন।
ডাক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Bharat: India Post has suspended all postal services to the USA from August 25, 2025, following Trump’s new customs and tariff rules. Only letters and gifts up to $100 will be exempt. Trade tensions escalate with 50% tariff burden on India.