এশিয়া কাপের (Asia Cup 2025) আগে হটাৎ অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। এই কারণে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চিকিৎসকরা। ফলে উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে দলীপ ট্রফিতে (Duleep Trophy 2025) তাঁর অংশগ্রহণ আপাতত অনিশ্চিত।
এই খবর প্রকাশ্যে এসেছে এশিয়া কাপ ২০২৫ দল ঘোষণার কয়েকদিনের মধ্যেই। গিল বর্তমানে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শারীরিক অবস্থা খতিয়ে দেখে ফিজিওরা একটি রিপোর্ট জমা দিয়েছেন বোর্ডের কাছে। যদিও উত্তরাঞ্চলের কোনও অফিসিয়াল বিবৃতি এখনও পাওয়া যায়নি।
২৮ আগস্ট থেকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ডে শুরু হচ্ছে দলীপ ট্রফি। প্রতিযোগিতা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। উত্তরাঞ্চলের হয়ে শুভমান কেবলমাত্র প্রথম ম্যাচটিই খেলতে পারতেন, কারণ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটিও হচ্ছে না। ফলে উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সহ-অধিনায়কের ভূমিকায় থাকা অনিকেত কুমার। শুভমনের জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন শুভম রোহিল্লা।
সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ৫ টেস্টে ৭৫৪ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেনগিল। অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরেই নজর কেড়েছেন তিনি। এই সাফল্যের পর তাঁকে টি–২০ ফরম্যাটের এশিয়া কাপের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে নির্বাচক কমিটি। কিন্তু এমন সময়েই তাঁর অসুস্থতা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
টি–২০ ফরম্যাটে এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৮ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ৪ সেপ্টেম্বর দলের আমিরশাহি পৌঁছে যাওয়ার কথা।
এই টুর্নামেন্টের মাধ্যমে ভারত আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে। শুভমন গিলকে সহ-অধিনায়ক করায় বোঝা যাচ্ছে, তাঁকে দলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হচ্ছে। তবে, কিছু রিপোর্টে বলা হয়েছে, সহ-অধিনায়ক হলেই প্রথম একাদশে থাকা নিশ্চিত নয়। কিন্তু ইংল্যান্ড সফরে তাঁর ফর্ম এবং ধারাবাহিকতা তাঁকে একাদশে রাখার পক্ষে বড় যুক্তি।
দলীপ ট্রফিতে উত্তরাঞ্চল স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), শুভম খাজুরিয়া, অনিকেত কুমার (সহ-অধিনায়ক), আয়ুষ বাদোনি, ইয়শ ধুল, অঙ্কিত কালসি, নিশান্ত সিন্ধু, সাহিল লোত্রা, মায়াঙ্ক ডাগার, যুগবীর সিং চরক, অর্জুন সিং, হর্ষিত রানা, অঞ্জুল কাম্বোজ, অকিব নাবি, কানহাইয়া ওয়াধওয়ান (উইকেটকিপার)
প্রতিস্থাপন: শুভমানের বদলে শুভম রোহিল্লা, অর্জুনের বদলে গুরনূর ব্রার, হর্ষিতের বদলে অনুজ ঠাকরাল
Subhman gill is not available for duleep trophy.
— AJAY DAMOR😇 (@AjaySinghDamor3) August 23, 2025
স্ট্যান্ড-বাই: শুভম অরোরা, জসকরনবীর সিং পল, রবি চৌহান, আবিদ মুশতাক, নিশঙ্ক বীরলা, উমর নাজির, দিবেশ শর্মা
Big blow for North Zone as captain Shubman Gill likely to miss Duleep Trophy 2025 ahead of Asia Cup 2025