নিউইয়র্ক মহাসড়কে দুর্ঘটনার কবলে পর্যটক বাস, নিহত ৫, ছিলেন ভারতীয় যাত্রীও

নিউইয়র্ক: নায়গ্রা ফলস থেকে নিউইয়র্কে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত পাঁচজন যাত্রী। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা…

Fatal bus crash near Niagara Falls

নিউইয়র্ক: নায়গ্রা ফলস থেকে নিউইয়র্কে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত পাঁচজন যাত্রী। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ইন্টারস্টেট-৯০ মহাসড়কে, পেমব্রোক অঞ্চলে—যা বাফেলো শহরের পূর্ব দিকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।

বাসে ছিলেন প্রবাসী ভারতীয়রাও

নাইয়াগ্রা জলপ্রপাত থেকে ফিরছিল পর্যটক বোঝাই ওই বাসটি। মোট ৫৪ জন যাত্রী ছিলেন বাসে, তাঁদের মধ্যে ছিলেন ভারতীয়, চিনা এবং ফিলিপিনো বংশোদ্ভূত বহু মানুষ। বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মিডিয়ান ভেঙে গিয়ে উল্টে পড়ে রাস্তার ধারে গভীর খাদে। প্রবল ধাক্কায় জানালা ভেঙে ছিটকে পড়েন বহু যাত্রী। মুহূর্তের মধ্যেই আনন্দভ্রমণ পরিণত হয় চরম মৃত্যুফাঁদে।

   

দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধারকাজ Fatal bus crash near Niagara Falls

স্থানীয় পুলিশ কর্মকর্তা ও’ক্যালাহান জানান, বাসটি পূর্বমুখী পথে চলার সময় হঠাৎই ভারসাম্য হারায় এবং সোজা খাদে নেমে যায়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের দেহ শনাক্তকরণের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “ড্রাইভার জীবিত আছেন ও সুস্থ। আমরা তাঁর সঙ্গে কথা বলছি। কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারাল, তার একটি স্পষ্ট ধারণা আমরা পেয়েছি।”

দুর্ঘটনায় শিশুদেরও আহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজ দীর্ঘক্ষণ ধরে চলে।

Advertisements

এখনও পর্যন্ত নিহত বা আহতদের মধ্যে কতজন ভারতীয় রয়েছেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতীয় দূতাবাসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

 

World: A tragic bus accident on I-90 returning from Niagara Falls claims at least five lives & injures many. The bus, carrying Indian, Chinese, and Filipino tourists, veered off the road in Pembroke. Rescue operations are ongoing, with details on Indian casualties still awaited.