পাকিস্তানের বিদেশমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার শনিবার (২৩ আগস্ট) দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। তার এই সফরে ঢাকা ও ইসলামাবাদ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ইসহাক দারের সঙ্গে বৈঠক হবে।
ঢাকা ও ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্ক
গত বছর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। উভয় দেশ সরাসরি জাহাজ চলাচল, ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নিয়েছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।
২০১২ সালে এসেছিলেন হিনা রব্বানি Pakistan Foreign Minister Dhaka Visit
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে পারেন। দুই পাকিস্তানি মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইসলামাবাদ থেকে সর্বশেষ মন্ত্রী পর্যায়ের কেউ ঢাকা সফর করেছিলেন ২০১২ সালের নভেম্বরে। তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি বাংলাদেশে এসেছিলেন। তখন বাংলাদেশে ছিল হাসিনার শাসন। পাকিস্তানের সঙ্গে নামমাত্র কূটনৈতিক সংযোগ ছিল।
Bangladesh: Pakistan’s Foreign Minister Ishaq Dar visits Dhaka for a two-day official trip. The two nations are set to sign several MoUs to boost bilateral relations, trade, and diplomatic ties. Discussions will cover direct shipping, flights, and visa facilitation.