৬ হাজার টাকার কমে লঞ্চ হল itel ZENO 20, মজবুত ডিজাইনের ফোন মুখে বলেই চালানো যাবে

ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে আবারও ঝড় তুলতে হাজির হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড itel। সংস্থা তাদের নতুন itel ZENO 20 লঞ্চ হল। এটি ZENO সিরিজের প্রথম মডেল…

itel ZENO 20 launched

ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে আবারও ঝড় তুলতে হাজির হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড itel। সংস্থা তাদের নতুন itel ZENO 20 লঞ্চ হল। এটি ZENO সিরিজের প্রথম মডেল হিসেবে এসেছে। কোম্পানি দাবি করছে, এই ফোনটি শুধু সাশ্রয়ী দামের নয়, বরং এটি বাজারের অন্যতম শক্তপোক্ত ও ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন। ফলে প্রথমবার স্মার্টফোন কিনতে ইচ্ছুক ব্যবহারকারীদের জন্য এটি হতে চলেছে দারুণ এক বিকল্প।

itel ZENO 20: মজবুত ডিজাইন

ZENO 20-কে কোম্পানি তার ক্যাটাগরির সবচেয়ে টাফ ফোন বলে দাবি করছে। ফোনটিতে রয়েছে IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সঙ্গে প্যাকেজে মিলবে ড্রপ রেজিস্ট্যান্ট কেস। ফলে হাত থেকে পড়ে গেলেও ভাঙার ভয় তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে।

   

সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর Aivava 2.0 AI অ্যাসিস্ট্যান্ট। এর সাহায্যে শুধু ভয়েস কমান্ড দিয়েই ফোন ব্যবহার করা যাবে। itel জানিয়েছে, তিন বছর পর্যন্ত ফোনের পারফরম্যান্স ও ফ্লুয়েন্সির গ্যারান্টি দিচ্ছে তারা।

WhatsApp-এ আসছে নতুন ফিচার, কল মিস হলেই তৎক্ষণাৎ এই সুবিধা মিলবে

স্পেসিফিকেশন

ZENO 20-তে রয়েছে ৬.৬ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, সঙ্গে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির ডিজাইন প্রিমিয়াম ফিনিশ সহ ডায়নামিক বার স্টাইলের, যা ইউজারদের কাছে বেশ আকর্ষণীয়। ক্যামেরার দিক থেকে, পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল HDR রিয়ার ক্যামেরা আর সামনে সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া DTS সাউন্ড টেকনোলজি থাকার কারণে অডিও অভিজ্ঞতাও হবে উন্নত মানের।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে আছে T7100 অক্টা-কোর প্রসেসর, যা Android 14 Go Edition-এ চলে। ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, সঙ্গে ১৫ ওয়াট টাইপ-C চার্জিং সাপোর্ট। যদিও বক্সে পাওয়া যাবে ১০ ওয়াট চার্জার। উল্লেখযোগ্যভাবে, এতে হিন্দি ভাষারও সাপোর্ট দেওয়া হয়েছে।

Advertisements

দাম ও অফার

itel ZENO 20 বাজারে আনা হয়েছে দুটি ভ্যারিয়েন্টে।

৮জিবি (৩+৫জিবি) র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট – দাম ৫,৯৯৯ টাকা

১২জিবি (৪+৮জিবি) র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট – দাম ৬,৮৯৯ টাকা

ফোনটির সেল শুরু হবে ২৫ আগস্ট থেকে Amazon-এ। লঞ্চ অফার হিসেবে, ৩জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে ২৫০ টাকা আর ৪জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে ৩০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ ফোনটি সর্বনিম্ন ৫,৭৪৯ টাকায় কেনা যাবে। সব মিলিয়ে, শক্তিশালী ব্যাটারি, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট আর রাগেড ডিজাইন — সবকিছু মিলিয়ে itel ZENO 20 বাজেট মার্কেটে এক দারুণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।