Hero Xtreme 125R পাচ্ছে ক্রুজ কন্ট্রোল, মিলবে নতুন প্রিমিয়াম ফিচার

ভারতের জনপ্রিয় দু’চাকার গাড়ি প্রস্তুতকারক Hero MotoCorp তাদের ১২৫ সিসি সেগমেন্টকে আরও শক্তিশালী করতে চলেছে। সম্প্রতি কোম্পানি লঞ্চ করেছে নতুন Glamour X, যা দেশের প্রথম…

Hero Xtreme 125R To Get Cruise Control

ভারতের জনপ্রিয় দু’চাকার গাড়ি প্রস্তুতকারক Hero MotoCorp তাদের ১২৫ সিসি সেগমেন্টকে আরও শক্তিশালী করতে চলেছে। সম্প্রতি কোম্পানি লঞ্চ করেছে নতুন Glamour X, যা দেশের প্রথম ১২৫ সিসি মোটরসাইকেল হিসেবে ক্রুজ কন্ট্রোল ফিচার নিয়ে এসেছে। এখন জানা যাচ্ছে, সেই একই প্রিমিয়াম ফিচার প্যাকেজ শীঘ্রই আসতে চলেছে Hero Xtreme 125R-এও।

Hero Xtreme 125R-এর নতুন টপ-স্পেক ভ্যারিয়েন্ট আসছে

প্রাপ্ত খবর অনুযায়ী, Hero Xtreme 125R-এ ক্রুজ কন্ট্রোল ছাড়াও যুক্ত হবে আরও কয়েকটি অত্যাধুনিক ফিচার। এর মধ্যে রয়েছে রাইড-বাই-ওয়ার থ্রটল, যা ক্রুজ কন্ট্রোল সক্রিয় করতে সাহায্য করবে, এবং তিনটি রাইডিং মোড—ইকো, রোড ও পাওয়ার। সেইসঙ্গে বাইকটিতে যুক্ত হবে একদম নতুন কালার LCD ডিসপ্লে, যা রাইডারদের অভিজ্ঞতাকে করবে আরও আধুনিক। সম্ভবত এই আপগ্রেড একটি নতুন টপ-স্পেক ট্রিমে আনা হবে, যেমনটা আমরা গ্ল্যামার এক্স রেঞ্জে দেখেছি।

   

ক্রুজ কন্ট্রোলের জন্য বাইকটিতে একটি আলাদা সুইচ দেওয়া হবে, যা রাইডারকে সহজে স্পিড সেট ও মেইনটেইন করতে সাহায্য করবে। একইসঙ্গে থাকবে রাইড মোড সুইচ ও ইউজার-ফ্রেন্ডলি মেনু বাটন, যেগুলি সরাসরি গ্ল্যামার এক্স থেকে ধার করা হয়েছে। ফলে নতুন আপগ্রেডের পর এক্সট্রিম 125R হয়ে উঠবে আরও আরামদায়ক ও টেক-নির্ভর।

ইঞ্জিন একই থাকবে

যদিও ফিচার লিস্টে বড় আপডেট আসছে, ইঞ্জিন সেটআপ অপরিবর্তিত থাকবে। বাইকটিতে থাকবে ১২৪.৭ সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা ৮,২৫০ আরপিএম গতিতে ১১.৪ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১০.৫ এনএম টর্ক উৎপাদন করবে। এর সঙ্গে থাকবে ৫-স্পিড গিয়ারবক্স।

Advertisements

Bajaj নতুন 125cc বাইক দিয়ে বাজার কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে, 2026-এর শুরুতেই লঞ্চ

দাম কত হতে পারে

এদিকে হিরো সম্প্রতি চুপিসারে এক্সট্রিম 125R-এর একটি সিঙ্গেল-সিট ভ্যারিয়েন্ট এনেছে, যার দাম রাখা হয়েছে ১ লাখ টাকা (এক্স-শোরুম)। এটি স্প্লিট-সিট IBS ভ্যারিয়েন্টের (৯৮,৪২৫ টাকা) ওপরে এবং টপ-স্পেক ABS ভ্যারিয়েন্টের (১.০২ লাখ টাকা) মাঝখানে বসেছে। আশা করা হচ্ছে, নতুন ক্রুজ কন্ট্রোল ভ্যারিয়েন্টের দাম এর বেশিই থাকবে।

সব মিলিয়ে বলা যায়, Hero Xtreme 125R-এর এই আসন্ন আপগ্রেড ১২৫ সিসি প্রিমিয়াম কমিউটার সেগমেন্টে নতুন মানদণ্ড তৈরি করবে। আধুনিক ফিচারস এবং প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে বাইকপ্রেমীদের কাছে এটি হবে এক আকর্ষণীয় বিকল্প।