আগ্রা: ব্যাগে লেখা ‘শ্রী রাম’৷ তাই নাকি আগ্রার ঐতিহাসিক তাজমহলে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। টিকিট থাকা সত্ত্বেও নিরাপত্তাকর্মীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি বলে দাবি করেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা অশীষ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিয়োও পোস্ট করেন।
ধর্মীয় রঙ দেওয়ার অভিযোগ নস্যাৎ
এদিকে, এই ঘটনাটিকে ধর্মীয় রঙ দেওয়ার অভিযোগ নস্যাৎ করেছে কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ধর্মীয় কারণে নয়, বরং অশীষের ব্যাগে নিষিদ্ধ সামগ্রী থাকায় তাঁকে আটকে দেওয়া হয়। সিনিয়র কমান্ড্যান্ট বৈভব দুবে স্পষ্ট জানান, স্ক্যানারে ওই ব্যাগ থেকে সুপারি, তামাক এবং একটি কাটার উদ্ধার হয়। এই জিনিসপত্র তাজমহল প্রাঙ্গণে বহন করা কঠোরভাবে নিষিদ্ধ।
দুবে বলেন, “তাঁকে জানানো হয়েছিল, ব্যাগটি ক্লোকরুমে জমা রাখা বা নিষিদ্ধ দ্রব্য বাইরে রেখে আসার পরেই প্রবেশ সম্ভব। কিন্তু তিনি নিয়ম মানার পরিবর্তে ভিডিও রেকর্ড করে বিষয়টিকে ধর্মীয় বিতর্কে ঘুরিয়ে দিতে চেয়েছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
নিয়মাবলী সবার জন্যে সমান Taj Mahal entry controversy
কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করেছে, তাজমহলে প্রবেশ সংক্রান্ত নিয়মাবলি ও নিরাপত্তা ব্যবস্থা সব দর্শনার্থীর ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে।
এদিকে একই দিনে আরেকটি ঘটনা সামনে আসে। এক দর্শনার্থী তাজমহলের ভেতরের একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ফুটেজে শাহজাহান ও মমতাজ মহলের সমাধির গোপন প্রবেশপথের দৃশ্য দেখা যায়। বহু বছর ধরে এই অভ্যন্তরীণ অংশ সাধারণের প্রবেশের বাইরে রাখা হয়েছে, ঐতিহাসিক নিদর্শনগুলির সুরক্ষার স্বার্থে।
Bharat: A tourist claimed he was denied entry to the Taj Mahal because his bag had “Shri Ram” written on it. However, the authorities denied the religious angle, stating he was stopped for carrying prohibited items like tobacco and a cutter, which were detected during a security check.