এশিয়া কাপে নেই, নেতৃত্বে আসবেন? তারকা ক্রিকেটারকে নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব

একদিনের ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় দলের (Indian Cricket Team) ভবিষ্যৎ অধিনায়ক কে হবেন? এই নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। আর সেই আলোচনার…

Shreyas Iyer in Indian Cricket Team captaincy rumours denied by BCCI Secretary Devajit Saikia

একদিনের ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় দলের (Indian Cricket Team) ভবিষ্যৎ অধিনায়ক কে হবেন? এই নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে খবর ঘুরে বেড়াচ্ছিল, ওয়ান ডে ফরম্যাটে রোহিতের উত্তরসূরি হিসেবে শ্রেয়স আইয়ারকে ভাবা হচ্ছে। তবে বিসিসিআই সচিব (BCCI Secretary) দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, “আমার কাছে এখনও পর্যন্ত যা খবর রয়েছে, তাতে এই বিষয়ে বোর্ডের ম্যানেজমেন্ট কোনও আলোচনা করেনি।” অর্থাৎ, শ্রেয়সের নাম ঘিরে যত আলোচনা হচ্ছে, তার পেছনে কোনও সরকারি ভিত্তি নেই বলেই ইঙ্গিত মিলেছে বোর্ড সচিবের মন্তব্যে।

   

এশিয়া কাপ ২০২৫ স্কোয়াডে শ্রেয়স আইয়ারের নাম না থাকায় বিতর্ক আরও বেড়েছে। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি এই স্কোয়াড ঘোষণা করতেই চর্চার কেন্দ্রে চলে আসেন শ্রেয়স। বিশেষ করে, তিনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করায় অনেকেই মনে করেছিলেন, তাঁকে দলে রাখা হবে। সেই টুর্নামেন্টে শ্রেয়স পাঁচ ম্যাচে করেছিলেন ২৪৩ রান, গড় ৪৮.৬০, স্ট্রাইক রেট ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং গোটা টুর্নামেন্টে দ্বিতীয়।

টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর অবশ্য বিষয়টি ব্যাখ্যা করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই বিষয়ে শ্রেয়সের কোনও দোষ নেই। আমাদেরও কিছু করার ছিল না। কারণ আমাদের ১৫ জনকে বেছে নিতে হয়েছে। এই মুহূর্তে শুধুই অপেক্ষা করার সময়।”

২০২৪ সালের আইপিএলে শ্রেয়স আইয়ার নিজের ক্যারিয়ারের সেরা মরসুম কাটিয়েছেন। ১৭ ম্যাচে ৬০৪ রান করেন তিনি, গড় ছিল ৫০.৩৩ এবং স্ট্রাইক রেট ১৭৫.০৭। একাধিক ম্যাচে অধিনায়ক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন এক মরসুমে, পরের বছর পাঞ্জাবের অধিনায়ক হিসেবে দলকে তুলেছিলেন ফাইনালে। যদিও শেষ পর্যন্ত রানার্সআপ হয় পাঞ্জাব।

এছাড়া, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে তিনি ২৬ ম্যাচে ৯৪৯ রান করেছেন, গড় ৪৯.৯৪, রয়েছে একটি শতরান ও সাতটি হাফসেঞ্চুরি। এই ফর্মের পরেও এশিয়া কাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় অনেকেই বিস্মিত।

Advertisements

এদিকে রোহিত শর্মা ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বিরাট কোহলিও ধীরে ধীরে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পথে হাঁটছেন বলেই মনে করা হচ্ছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ তাঁদের ‘ফেয়ারওয়েল সিরিজ’ হতে পারে বলেও জোর জল্পনা চলছে।

যদিও বিসিসিআই আগেই জানিয়েছে, রোহিত ও বিরাট নিজেদের কেরিয়ারের সিদ্ধান্ত নিজেরাই নেবেন। তবে নির্বাচকদের অনেকেই সন্দিহান, তাঁরা ২০২৭ একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন কি না। নতুন প্রতিভাদের উদ্ভব এবং বয়সজনিত কারণে দু’জনের জন্যই ভবিষ্যৎ কঠিন হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে ভারতের পরবর্তী ওয়ান ডে অধিনায়ক কে হবেন? তা নিয়ে জল্পনা থামছেই না। সূর্যকুমার যাদব আপাতত এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক শুভমন গিল। তবে বিসিসিআইয়ের অন্দরমহলে শ্রেয়স আইয়ারের নামই ঘুরপাক খাচ্ছে বলে সূত্রের দাবি।

Shreyas Iyer in Indian Cricket Team captaincy rumours denied by BCCI Secretary Devajit Saikia