কলকাতা: দীর্ঘদিন ধরে অপেক্ষার অবসান। অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরীক্ষা অনেক আগে সম্পন্ন হলেও ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে ফল প্রকাশ বারবার স্থগিত হয়ে আসছিল। শুক্রবার দপুর ২ টোর সময় ফল প্রকাশ করা হয়৷ এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম স্থান দখল করেছেন কলকাতার পড়ুয়া অনিরুদ্ধ চক্রবর্তী৷ তিনি কলকাতার ডন বস্কো স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থান দখল করেছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের ছাত্র দিশান্ত বসু।
প্রথম দশে কারা?
প্রথম, অনিরুদ্ধ চক্রবর্তী – ডন বসকো, পার্ক সার্কাস
দ্বিতীয়, সাম্যজ্যোতি বিশ্বাস – কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল
তৃতীয়, দিসান্ত বসু – ডিপিএস, রুবি পার্ক
চতুর্থ, অরিত্র রায় – ডিপিএস, রুবি পার্ক
পঞ্চম, তৃষাণজিত দলুই – পার্ভ ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর
ষষ্ঠ, সাগ্নিক পাত্র – মেদিনীপুর কলেজিয়েট স্কুল
সপ্তম, সম্বিত মুখোপাধ্যায় – পূর্ব বর্ধমান
অষ্টম, অর্চিস্মান নন্দী – ডিএভি মডেল স্কুল, খড়গপুর
নবম, প্রতীধ ধানুকা – ডিপিএস, রাজারহাট
দশন, অর্ক বন্দ্যোপাধ্যায় – বর্ধমান
ফল প্রকাশ আটকে গিয়েছিল
চলতি বছরের ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের জন্য প্রস্তুতি শেষ করেছিল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা আদালতে যাওয়ায় ফল প্রকাশ আটকে গিয়েছিল। পরে এই মামলা সুপ্রিম কোর্টে যায়। শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করে, এরপরই প্রকাশ করা হয় পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে জানা গিয়েছে মেধাতালিকাও প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিনের অস্বস্তি শেষে পড়ুয়ারা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন।
পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbjeeb.nic.in
ও www.wbjeeb.in) থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
কী বললেন মুখ্যমন্ত্রী? West Bengal Joint Entrance results
জয়েন্টের ফল প্রকাশিত হওয়ার পরই টুইট করেন মমতা। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যাঁরা কোনো কারণে ভালো ফল করতে পারেননি, তাঁদের মন খারাপ না করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতার কারণে ফলপ্রকাশ অন্যান্যবারের তুলনায় একটু দেরিতে হলেও, আমি বিশ্বাস করি, সমস্ত প্রতিকূলতা জয় করে তোমরা আগামীর দিনগুলোতে আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”
West Bengal: The long-awaited West Bengal Joint Entrance Examination results have finally been published today. Anirudh, a student from Kolkata, has topped the exam, ending the uncertainty caused by delays related to OBC reservation complexities.