মোদীর কলকাতা সফরের দিনেই বঙ্গ ছাড়লেন দিলীপ

কলকাতা: আজ, ২২ অগাস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোর উদ্বোধনের পর দমদমে এক জনসভা করবেন তিনি। এরই মধ্যে রাজনৈতিক মহলে স্পর্শকাতর হয়ে উঠেছে এক…

Dilip Ghosh skips Modi's rally

কলকাতা: আজ, ২২ অগাস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোর উদ্বোধনের পর দমদমে এক জনসভা করবেন তিনি। এরই মধ্যে রাজনৈতিক মহলে স্পর্শকাতর হয়ে উঠেছে এক প্রশ্ন, দলীয় নেতা দিলীপ ঘোষ কী এবার মোদীর সভায় আমন্ত্রণ পেয়েছেন?

দিলীপ ঘোষের অভিমান

বৃহস্পতিবার নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ। তিনি জানান, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব, সেটা আমি নিজেই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে কাজ চালিয়ে যাবেন বলেও এদিন পুনর্ব্যক্ত করেন তিনি।

   

বেঙ্গালুরু যাত্রা Dilip Ghosh skips Modi’s rally

শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে দেখা যায় দিলীপ ঘোষকে। জানা যায়, তিনি বেঙ্গালুরু যাচ্ছেন, যদিও গন্তব্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ সময় অভিমানী সুরে তিনি বলেন, “মোদী কী বলছেন তা শুনতে সভায় থাকার দরকার নেই। মোবাইলে শোনা যাবে।”

দলের সঙ্গে সমন্বয়

দিলীপ ঘোষ আরও মন্তব্য করেন, “দল ঠিক সময়ে আমাকে কাজে লাগাবে। আমি সেই নির্দেশ মেনে কাজ করব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপের এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি দলের সঙ্গে থাকলেও ব্যক্তিগত ভাবমূর্তিতে কিছুটা অসন্তুষ্ট।

Advertisements

বাংলার রাজনীতিতে মোদী-বঙ্গসফরের আলোচনার সঙ্গে জড়িয়ে উঠেছে দিলীপ ঘোষের অনুপস্থিতি ও অভিমান—এটি সহজেই খবরের শিরোনাম হয়ে উঠেছে।

West Bengal: Dilip Ghosh, a prominent Bengal BJP leader, reveals he was not invited to PM Narendra Modi’s rally in Dum Dum, citing “no need to be there” to hear the PM’s speech. The move fuels speculation of a rift within the state unit.