Airtel গ্রাহকদের জন্য দুঃসংবাদ! 195 টাকার প্ল্যানে কমে গেল ডেটা বেনিফিট

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel আবারও গ্রাহকদের বড় ধাক্কা দিল। কিছুদিন আগেই কোম্পানি তাদের একাধিক জনপ্রিয় প্ল্যানে পরিবর্তন করে কোটি কোটি গ্রাহকের পকেটে বাড়তি…

Airtel Reduces Data

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel আবারও গ্রাহকদের বড় ধাক্কা দিল। কিছুদিন আগেই কোম্পানি তাদের একাধিক জনপ্রিয় প্ল্যানে পরিবর্তন করে কোটি কোটি গ্রাহকের পকেটে বাড়তি চাপ তৈরি করেছিল। এবার আবার সেই ধাক্কা আরও তীব্র হল, কারণ এয়ারটেল তাদের জনপ্রিয় ₹195 টাকার ডেটা ভাউচার প্ল্যানের ডেটা সুবিধা কমিয়ে দিল।

Airtel-এর প্ল্যানের সুবিধা কমল

এই বছরের শুরুতে আইপিএল 2025-এর আগেই এয়ারটেল এই 195 টাকার ডেটা ভাউচার বাজারে এনেছিল। তখন গ্রাহকরা এই প্ল্যানে 15GB ডেটা পাচ্ছিলেন। তবে এবার কোম্পানি সেই সুবিধা কমিয়ে দিয়ে মাত্র 12GB ডেটা দিচ্ছে। অর্থাৎ, একই দামে এবার গ্রাহকদের 3GB কম ডেটা ব্যবহার করতে হবে।

   

এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন থাকছে, তবে যেহেতু এটি একটি ডেটা ভাউচার, তাই এর সঙ্গে কোনও সার্ভিস ভ্যালিডিটি নেই। অর্থাৎ কলিং বা এসএমএস সুবিধা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।

OTT সুবিধা থাকলেও খরচ বাড়ল

এই 195 টাকার প্ল্যানে গ্রাহকরা ডেটার পাশাপাশি পাচ্ছেন কিছু বাড়তি সুবিধা। এর মধ্যে রয়েছে 90 দিনের জন্য JioHotstar Mobile-এর সাবস্ক্রিপশন এবং Airtel Xstream Play Premium-এর সাবস্ক্রিপশন যেখানে 22+ OTT প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগ করা যাবে। তবে ডেটা কমে যাওয়ায় এখন ব্যবহারকারীদের জন্য এটি আগের তুলনায় বেশি দামী মনে হবে।

অনলাইন গেমিং আয়ে ITR ফাইলিং সহজ করতে CBDT-এর নতুন নিয়ম জারি

Advertisements

হিসাব অনুযায়ী, আগে এই প্ল্যানে 1GB ডেটা পড়ত প্রায় ₹13 টাকায়, কিন্তু এখন কম ডেটার কারণে প্রতিটি GB-এর খরচ দাঁড়াচ্ছে ₹16.25। অর্থাৎ, একই দামে গ্রাহকদের এখন বাড়তি খরচ গুনতে হচ্ছে।

কেন এই পদক্ষেপ?

শিল্প বিশেষজ্ঞদের মতে, Airtel এই সিদ্ধান্ত নিয়েছে মূলত তাদের ARPU (Average Revenue Per User) বা গ্রাহকপ্রতি আয় বাড়ানোর লক্ষ্যে। বর্তমানে 2026 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এয়ারটেলের ARPU ছিল প্রায় ₹250, আর কোম্পানির লক্ষ্য সেটিকে দ্রুত ₹300-এ নিয়ে যাওয়া। সেই লক্ষ্য পূরণ করতে হলে ট্যারিফ বাড়ানো বা প্ল্যানের সুবিধা কমানো ছাড়া আর কোনও পথ নেই।

এয়ারটেলের এই পদক্ষেপ নিঃসন্দেহে সাধারণ গ্রাহকদের জন্য বড় ধাক্কা। বিশেষ করে যারা 195 টাকার ডেটা ভাউচারটি ব্যবহার করতেন তাদের এখন একই দামে কম ডেটা নিয়ে কাজ চালাতে হবে। যদিও OTT সাবস্ক্রিপশনের সুবিধা থাকছে, তবুও অনেক গ্রাহকের কাছে এটি অতিরিক্ত খরচের মতো মনে হবে।