ভিনরাজ্যে কর্মরত বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিকের দুর্দশা গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে শিরোনামে এসেছে। অনেক ক্ষেত্রে তাঁদের হেনস্থা, শোষণ, বেতন না পাওয়া কিংবা দুর্ঘটনার শিকার হওয়ার খবর উঠে এসেছে সংবাদমাধ্যমে। সেই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। রাজ্যে চালু হলো ‘শ্রমশ্রী’ প্রকল্প (Shramashree Scheme West Bengal)—যা মূলত বাংলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ করে দেবে।
এই প্রকল্পের আওতায় আসতে হলে আবেদনকারীকে অবশ্যই West Bengal Migrant Workers Welfare Scheme, 2023-এর অন্তর্ভুক্ত হতে হবে। যেসব শ্রমিক ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন এবং যাঁদের ভোটার কার্ড বা আধার পশ্চিমবঙ্গ থেকে ইস্যু করা, তাঁরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, রাজ্যে ফেরত আসা প্রতিটি শ্রমিক এককালীন ₹৫,০০০ টাকা যাতায়াত খরচ পাবেন। এছাড়া, কাজ না পাওয়া পর্যন্ত সর্বাধিক এক বছরের জন্য প্রতি মাসে ₹৫,০০০ ভাতা (₹5000 Monthly Allowance Scheme Bengal) প্রদান করা হবে।
কীভাবে আবেদন করবেন?
বর্তমানে আবেদন করতে হবে www.karmasathips.wblabour.gov.in
ওয়েবসাইটের মাধ্যমে। ভবিষ্যতে ‘শ্রমশ্রী’ প্রকল্পের জন্য আলাদা একটি পোর্টাল চালু করা হতে পারে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা স্থানান্তর করা হবে। প্রাথমিকভাবে যে নথিগুলি লাগবে—
নিজের বা মা-বাবার আধার/ভোটার কার্ড
ভিনরাজ্যে কাজ করার প্রমাণপত্র
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
সরকারি সূত্রে খবর, অফলাইন আবেদন প্রক্রিয়াও চালু হতে পারে। শ্রম দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে আবেদন গ্রহণের পরিকল্পনা চলছে। বর্তমানে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার শ্রমিক কর্মসাথী পোর্টালে নথিভুক্ত আছেন।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ‘উৎকর্ষ বাংলা’ (Utkarsha Bangla Training Programme) প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
এছাড়াও, রাজ্যের পরিযায়ী শ্রমিকরা উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এবং উদীয়মান স্বনির্ভর যৌথ কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। পাশাপাশি, সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য শ্রমিকরা West Bengal Minority Development and Finance Corporation থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। একইসঙ্গে, West Bengal SC, ST and OBC Development and Finance Corporation থেকেও ঋণ নেওয়ার সুবিধা থাকছে।
শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তির জন্য সহায়তা, স্কলারশিপ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগও এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে।
অনেক শ্রমিক জানিয়েছেন, এই প্রকল্প তাঁদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। কাজ ছেড়ে ফিরে আসার পর মাসিক ভাতা পরিবার চালাতে কিছুটা সহায়ক হবে। তবে অন্য একাংশ শ্রমিকের দাবি, “কেবল ভাতা দিয়ে হবে না, আমাদের দীর্ঘমেয়াদি কাজের সুযোগ দরকার। আমরা ভিনরাজ্যে গিয়ে মাসে ১৫-২০ হাজার টাকা আয় করি। তাই সরকারের উচিত বাংলাতেই স্থায়ী কর্মসংস্থান তৈরির দিকে নজর দেওয়া।”
‘শ্রমশ্রী’ প্রকল্প নিঃসন্দেহে বাংলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বড় পদক্ষেপ। তবে দীর্ঘমেয়াদি সফলতার জন্য কেবল ভাতা নয়, তাঁদের দক্ষতার ভিত্তিতে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।