ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket) পেসারদের ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। সম্প্রতি ইংল্যান্ড সফরে এই সমস্যা আরও প্রকট হয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শুধুমাত্র মহম্মদ সিরাজই পাঁচটি টেস্ট খেলতে পেরেছেন। দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহকে খেলানো হয়েছে মাত্র তিনটি টেস্টে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাতে। কিন্তু তাতেও পরিস্কার, বর্তমান পেসারদের ফিটনেস মান টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করতে পারছে না।
এই পরিস্থিতির পরিবর্তন আনতেই এবার বড় পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই এবং ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এক রিপোর্ট অনুযায়ী, নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রুর সুপারিশে চালু করা হচ্ছে ‘ব্রঙ্কো টেস্ট’ (Bronco Test)। একটি কঠিন ফিটনেস পরীক্ষা, যা এতদিন মূলত রাগবি খেলোয়াড়দের জন্য ব্যবহৃত হত।
ব্রঙ্কো টেস্টে একজন খেলোয়াড়কে এক সেটের মধ্যে তিন ধরণের দৌড় সম্পন্ন করতে হয়। ২০ মিটার, ৪০ মিটার এবং ৬০ মিটার, প্রতিবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়। এভাবে পাঁচটি সেট সম্পূর্ণ করতে হয়। অর্থাৎ একজন ক্রীড়াবিদকে মোট ১,২০০ মিটার দৌড়াতে হয়, যা করতে হবে মাত্র ৫ মিনিটের মধ্যে। সময়সীমা কিছু জায়গায় ৬ মিনিট পর্যন্ত রাখা হলেও, ভারতীয় দলের লক্ষ্য আরও কঠিন। ৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ করা বাধ্যতামূলক করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরীক্ষা একজন খেলোয়াড়ের অ্যারোবিক ক্ষমতা, কার্ডিওভ্যাসকুলার সহনশীলতা এবং মাঠে দৌড়ানোর ধারাবাহিকতা বোঝাতে সাহায্য করে। ফলে শুধুমাত্র জিমে শরীরচর্চার উপর নির্ভর না করে, মাঠে সঠিক পারফর্ম করতে পারার ক্ষমতা যাচাই করা যায়।
আদ্রিয়ান লে রু জুন মাস থেকে ভারতীয় দলে পুনরায় যুক্ত হয়েছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে। তিনি এর আগে প্রায় দেড় বছর ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে কাজ করেছেন আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসে। ফের দলে ফিরে এসে তিনি লক্ষ্য করেন, ভারতীয় পেসাররা মাঠে পর্যাপ্ত দৌড়াচ্ছেন না। বরং জিমে অনেকটা সময় কাটাচ্ছেন। এর ফলে ম্যাচ চলাকালীন টানা স্পেল দেওয়া, দ্রুত পুনরুদ্ধার (recovery) ও দীর্ঘ ফর্ম্যাটে খেলতে অসুবিধা হচ্ছে।
গৌতম গম্ভীরও লে রুর মতের সঙ্গে সহমত। তাই যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রঙ্কো টেস্ট চালু করার, যা খেলোয়াড়দের মধ্যে ফিটনেসের গুরুত্ব আরও বাড়াবে।
বিরাট কোহলির আমলে চালু হওয়া ইয়ো-ইয়ো টেস্ট ভারতীয় ক্রিকেটে একপ্রকার বিপ্লব এনেছিল। ফিটনেসকে এক আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল এই পরীক্ষা। বহু প্রতিভাবান ক্রিকেটার শুধু এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে জাতীয় দলে জায়গা পাননি। কিন্তু এবার সেই পরীক্ষার গুরুত্ব কমতে চলেছে বলে মনে করছেন অনেকেই।
সূত্রের খবর, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যেই কিছু চুক্তিভুক্ত ক্রিকেটার এই ব্রঙ্কো টেস্ট দিয়ে ফেলেছেন। রিপোর্ট বলছে, অনেকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হিমশিম খাচ্ছেন। তবে দীর্ঘমেয়াদে এই টেস্ট খেলোয়াড়দের ফিটনেসে বিপুল পরিবর্তন আনবে বলে মনে করছেন কোচেরা।
বিশেষ করে পেসারদের ক্ষেত্রে এই পরিবর্তন খুবই জরুরি। পাঁচ টেস্টে একজন মাত্র পেসারকে পুরো সিরিজ খেলানো, বাকিদের বারবার চোটে পড়া, সব মিলিয়ে ভারতের বোলিং শক্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছে।
Indian Cricketers to undergo rugby-centric Bronco Test where fast bowlers to do more running