বাংলার শাসকদল তৃণমূলের নেত্রী মমতা বারবার কংগ্রেস ও সিপিআইএমের জোট নিয়ে কটাক্ষ করে বলেন, বঙ্গে দোস্তি ও কেরলে কুস্তি! কটাক্ষ হজম করে নেন বঙ্গ বাম নেতৃত্ব। বাম শাসিত কেরলে এবার বাম সমর্থকরাই জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করে দলকে বিড়ম্বনায় ফেলে দিলেন। ড্যামেজ কন্ট্রোলে নেমে সিপিআইএমের (CPIM) যুক্তি ভুল হয়ে গেছে!
Times Now সংবাদ মাধ্যম প্রকাশ করেছে এমন এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে, স্বাধীনতা দিবসের দিন কোচিতে বাম সমর্থকরা জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করে অভিবাদন জানাচ্ছেন। এই সংবাদে প্রবল অস্বস্তিতে কেরলের শাসক দল সিপিআইএম। আর বিরোধী দল কংগ্রেস আড়ালে হাসছে।
কেরালায় সিপিআই(এম)-এর জন্য এক বড় লজ্জাজনক ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দলের কর্মীরা ভুল করে ভারতের জাতীয় পতাকার (তিরঙ্গা) বদলে কংগ্রেস পার্টির পতাকা উত্তোলন করেছেন।
টাইমস নাউ-এর হাতে আসা এক ভিডিওতে দেখা যায়, কোচির ইলোর এলাকায় সিপিআইএম কর্মীরা স্বাধীনতা দিবসে ভুল পতাকা উত্তোলন করছেন, যা তাদের রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেসের পতাকা।
এই ভুল প্রথমে অনুষ্ঠানে উপস্থিত একজন অংশগ্রহণকারী লক্ষ্য করেন। প্রায় দশ মিনিট পরে ভুলটি শুধরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সিপিআইএম এই ঘটনাকে হালকাভাবে নিয়ে বলেছে, “মাত্র দশ মিনিটের জন্য ভুল পতাকাটি উত্তোলন করা হয়েছিল এবং বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তা নামিয়ে ফেলা হয়।” এই ঘটনায় এখনো কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
কেরলের বাম সরকারের অপর শরিক সিপিআই। এই দলটির সাংসদ সন্তোষ কুমার বলেন, “বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির তেমন কিছু বলার নেই। এই ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভুলটা ধরা পড়ে এবং দলের কর্মীরা সঙ্গে সঙ্গে আরেকটি পতাকা উত্তোলন করেন। আমি বিজেপির অনেক ভুল দেখাতে পারি — ওরা ‘জন গণ মন’ বা ‘বন্দে মাতরম’ ঠিক করে গাইতেই পারে না।”
অন্যদিকে, বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটাই হয় যখন কেউ ভারত মাতার চেয়ে হামাস বা পিএফআই-এর মতো সংগঠনকে বেশি মহিমান্বিত করে। যখন নীতিগত অবস্থান ও কর্মসূচির মিশ্রণ ঘটে — ‘অপারেশন সিঁদুর’ বিরোধিতা করা, পাকিস্তানের পাশে দাঁড়ানো — তখন এমন ঘটনাই ঘটে। ওদের গোটা আদর্শই কংগ্রেস ঘরানার। কংগ্রেসও জঙ্গিগোষ্ঠীকে প্রশংসা করে, দেশের বিরোধী শক্তিদের প্রতি সহানুভূতি দেখায়, পহেলগামের জঙ্গিদের নির্দোষ বলে ছাড় দেয়।”
পুনাওয়ালা কেরালা রাজ্য সরকারকেও কটাক্ষ করেন, পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে দেওয়া “ভিভিআইপি” আচরণ নিয়ে।