এশিয়া কাপের দল নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তে হতবাক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

১৯ আগস্ট এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ১৫ সদস্যের দল (Indian Cricket Team) ঘোষণা করেছেন জাতীয় নির্বাচক অজিত আগরকর। তারপর থেকেই ঘোষিত দল ঘিরে…

Former Indian Cricket Team cricketer Madan Lal sparks controversy on Asia Cup 2025 squad for Shreyas Iyer omission

১৯ আগস্ট এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ১৫ সদস্যের দল (Indian Cricket Team) ঘোষণা করেছেন জাতীয় নির্বাচক অজিত আগরকর। তারপর থেকেই ঘোষিত দল ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) মূল দল তো দূরের কথা, স্ট্যান্ড-বাই তালিকাতেও জায়গা না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল (Madan Lal) স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করে বলেন, “শুভমন গিলকে দলে নেওয়ার সিদ্ধান্তে আমি নির্বাচকদের পাশে আছি। তবে হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার কারণটা একেবারেই পরিষ্কার নয়। গিল ভালো খেলছে ঠিকই, কিন্তু হার্দিকের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”

   

তবে শুধু হার্দিক কিংবা গিল নয়, যশস্বী জয়সওয়ালকে দল থেকে বাদ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মদন লাল। তাঁর কথায়, “যশস্বী আক্রমণাত্মক ক্রিকট খেলে, টেস্টেও ভালো করেছে। ওকে দলে না রাখা সত্যিই অবাক করার মতো। জানি না ওকে বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি অন্য কোনও পরিকল্পনা রয়েছে।”

অন্যদিকে, প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত ও হরভজন সিংহের মতো ক্রিকেটাররাও শ্রেয়স আইয়ারের মতো একজন ম্যাচ উইনারকে সম্পূর্ণভাবে উপেক্ষা করায় বিস্মিত। তাঁদের মতে, শ্রেয়সের মতো মিডল অর্ডার ব্যাটার। যিনি চাপের মুখে ম্যাচ এগিয়ে নিয়ে যেতে পারেন, তাঁকে দল থেকে বাদ দেওয়া একপ্রকার অন্যায়।

Advertisements

এদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ শুভমন গিলকে সহ-অধিনায়ক পদে জায়গা দেওয়াকে সমর্থন করলেও, তিনি সঞ্জু স্যামসনের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কাইফের কথায়, “গিল ও অভিষেক শর্মা ওপেন করবে। তিনে থাকবে তিলক বর্মা ও চারে সূর্যকুমার। সেক্ষেত্রে সঞ্জুর প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন।”

এশিয়া কাপের আগেই এই ধরনের বিতর্ক দল নির্বাচনের উপর চাপ সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে, বিশ্বকাপের আগে কি তবে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতীয় শিবিরে প্রভাব ফেলবে? সময়ই দেবে সেই উত্তর। তবে এতদিন পরেও দল নির্বাচনে স্বচ্ছতা ও যুক্তির অভাব যে বারবার প্রশ্নের মুখে ফেলছে বোর্ডকে, তা অস্বীকার করার উপায় নেই।

Former Indian Cricket Team cricketer Madan Lal sparks controversy on Asia Cup 2025 squad for Shreyas Iyer omission