পুলিশের গুপ্তচর সন্দেহে এক আদিবাসী যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করল মাওবাদীরা (Maoists Execute)। অবশ্য তার আগে দলটির রীতি অনুযায়ী গণ-আদালত বসানো হয়। মাওবাদী নিয়ন্ত্রিতা সেই আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পালন করা হয়। এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বস্তার বিভাগের কাঁকের জেলার।
সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে ছত্তিসগড়ে নিজেদের শক্ত ঘাঁটিতেই মাওবাদী সংগঠন ছত্রাখান। গুলিতে নিহত সংগঠনটির সাধারণ সম্পাদক। একাধিক শীর্ষ মাওবাদী নিহত। কোণঠাসা হয়ে পড়েছে মাওবাদীরা। সংগঠনটির তরফে বারবার দাবি করা হয়েছে, তারা কর্পোরেট সংস্থার হাত থেকে বনাঞ্চল ও আদিবাসীদের রক্ষা করছে।
মাওবাদীদের তরফে বলা হয়েছে, পুলিশের চর হওয়ার অভিযোগে বছর তিরিশের এক আদিবাসী যুবক মানেশ নুরেতির প্রকাশ্যে বিচারের পর তার মৃত্যুদন্ড কার্যকর করেছে। আর একজনকে কড়া সতর্ক করে মুক্তি দেওয়া হয়েছে। কাঁকের জেলার বিনাগুন্ডায় এই ঘটনা ঘটে। উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে নিরাপত্তা বাহিনীর সাথে মাওবাদীদের এক ভয়াবহ সংঘর্ষে ২৯ জন মাওবাদী নিহত হয়।
মৃত্যুদণ্ডের সংবাদে এলাকায় আতঙ্ক। মাওবাদীরা কয়েকটি ব্যানার লাগিয়ে পুলিশ বা স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের পক্ষে গুপ্তচরবৃত্তি না করার জন্য হুঁশিয়ারি দেয়।