Kolkata Metro New Routes: ছুটবে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ লাইনে মেট্রো, জেনে নিন সময়সূচি

অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দিন এসে গেল। রাত পোহালেই কলকাতা মেট্রোর (Kolkata Metro New Routes) তিনটি নতুন রুটে যাত্রী চলাচল শুরু হতে চলেছে। শুক্রবার প্রধানমন্ত্রী…

Howrah-Salt Lake Metro Service to Launch in May!

অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দিন এসে গেল। রাত পোহালেই কলকাতা মেট্রোর (Kolkata Metro New Routes) তিনটি নতুন রুটে যাত্রী চলাচল শুরু হতে চলেছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরই সাধারণ মানুষের জন্য খুলে যাবে নতুন মেট্রোপথ। ফলে রাজ্যের রাজধানী শহরে যাতায়াত আরও সুবিধাজনক হয়ে উঠবে।

তিনটি নতুন রুট চালুর ঘোষণা

   

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী—

হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন):

প্রথম মেট্রো সকাল ৬টা ৩০ মিনিটে।

শেষ মেট্রো রাত ১০টা ১৯ মিনিটে।

দৈনিক অফিসযাত্রীদের সুবিধার জন্য এই রুট সবচেয়ে বেশি প্রত্যাশিত।

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা (অরেঞ্জ লাইন):

প্রথম মেট্রো সকাল ৮টায়।

শেষ মেট্রো রাত ৮টা ২৮ মিনিটে।

এই রুট চালু হলে পূর্ব কলকাতা ও দক্ষিণ-পূর্ব কলকাতার মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমবে।

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (ইয়েলো লাইন):

প্রথম মেট্রো সকাল ৭টা ৫৮ মিনিটে।

শেষ মেট্রো রাত ৮টা ১০ মিনিটে।

বিমানবন্দরে পৌঁছনোর জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পরিষেবা চালুর দিনক্ষণ

Advertisements

গ্রিন লাইন (হাওড়া–সল্টলেক সেক্টর V): ২২ অগাস্ট থেকে।

ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর): ২৫ অগাস্ট থেকে।

অরেঞ্জ লাইন (হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা): ২৫ অগাস্ট থেকে।

তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই তিনটি রুটে শনিবার ও রবিবার কোনও পরিষেবা থাকবে না। সোমবার থেকে শুক্রবার পর্যন্তই আপাতত মেট্রো চলাচল করবে।

ভাড়া কাঠামো

কলকাতা মেট্রো আগেই নতুন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করেছে।

সর্বনিম্ন ভাড়া: ৫ টাকা

সর্বোচ্চ ভাড়া: ৭০ টাকা

এর ফলে কম খরচে দীর্ঘ দূরত্বে যাতায়াত সম্ভব হবে। অন্যান্য শহরের তুলনায় কলকাতা মেট্রোর ভাড়া এখনো অনেক কম বলে মনে করছেন যাত্রীরা।

যাত্রীদের সুবিধা ও প্রত্যাশা

হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত যাতায়াতকারী হাজার হাজার অফিসযাত্রীর কাছে এটি বড় স্বস্তির খবর। আগে যেখানে বাস বা ট্রেনে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত, সেখানে মেট্রোতে মাত্র ২৫–৩০ মিনিটেই যাওয়া সম্ভব হবে।

নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দর পৌঁছনোর সুযোগ পাওয়ায় শহরের উত্তর প্রান্তের মানুষজন সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিমান ধরতে আর ট্রাফিকের চিন্তা থাকবে না।

কবি সুভাষ থেকে বেলেঘাটা রুট চালু হলে দক্ষিণ কলকাতা থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও পূর্ব কলকাতা সংযোগ আরও সুদৃঢ় হবে।

কলকাতার পরিবহন ব্যবস্থায় মেট্রোর গুরুত্ব দিন দিন বাড়ছে। নতুন তিনটি রুট চালুর ফলে শহরবাসীর দৈনন্দিন যাতায়াত যেমন আরও দ্রুত ও আরামদায়ক হবে, তেমনই যানজটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এখন শুধু শুক্রবারের অপেক্ষা, যখন আনুষ্ঠানিকভাবে চালু হবে কলকাতার মেট্রোর নতুন যুগ।