এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নির্বাচক প্রধান হিসেবে আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ল অজিত আগরকরের (Ajit Agarkar)। বোর্ড (BCCI) সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের জুন পর্যন্ত জাতীয় নির্বাচক প্রধানের দায়িত্বে থাকবেন প্রাক্তন এই অলরাউন্ডার। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে আগরকরের অধীনে ভারতের ধারাবাহিক সাফল্য এবং ক্রিকেটে চলতে থাকা এক বড় রূপান্তরপর্ব।
২০২৩ সালের জুনে নির্বাচক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মুম্বইয়ের এই তারকা। তারপর থেকে ভারতের ক্রিকেটে এসেছে নাটকীয় পরিবর্তন। একদিকে যেমন ভারত জিতেছে দুটি আইসিসি ট্রফি, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে নতুন উচ্চতায় উঠেছে ভারতীয় দল। শুধু তাই নয়, এশিয়া কাপ জয়ের মতো সাফল্যও এসেছে এই সময়কালে।
এই সাফল্যের পেছনে নির্বাচক প্রধান হিসেবে অজিত আগরকরের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বোর্ড। এক বোর্ড কর্তা বলেন, “আগরকরের অধীনে ভারতীয় দল ট্রফি জিতেছে। পাশাপাশি অনেক বদল এসেছে দলে। তাই আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আগরকর সেই কাজটা সফলভাবে করছেন।”
নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আগরকর ছিলেন ব্যস্ত। নতুন খেলোয়াড় তুলে আনা, অভিজ্ঞদের অবসর নিয়ে সিদ্ধান্ত, ফর্মে না থাকা খেলোয়াড়দের ছাঁটাই। সব ক্ষেত্রেই দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি। গম্ভীর-গিল যুগে প্রবেশ করার জন্য যে সাহসী সিদ্ধান্ত দরকার, আগরকর তা নিতে পিছপা হননি। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের অবসর সবকিছুই এসেছে তাঁর সময়েই। যদিও অশ্বিনের অবসর স্বেচ্ছায় ছিল না বলেই ক্রিকেট মহলের একাংশের মত।
বোর্ড ইতিমধ্যে আগরকরকে নতুন করে চুক্তিবদ্ধ করেছে। জানা গিয়েছে, আইপিএলের আগেই এই চুক্তি নবায়ন হয়েছিল এবং আগরকর তাতে সম্মতি জানান। তবে প্রশ্ন উঠেছে তাঁর নির্বাচক প্যানেলের অন্য সদস্যদের নিয়ে।
বর্তমানে নির্বাচক কমিটিতে আগরকরের সঙ্গে রয়েছেন শিবসুন্দর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরথ। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, শরথের জায়গায় নতুন মুখ আনতে চলেছে বিসিসিআই। দক্ষিণ ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁকে সরিয়ে নতুন নির্বাচক নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাকি তিনজনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বিসিসিআইয়ের বার্ষিক সভায়।
বোর্ডের এক অংশ মনে করছে, প্যানেলের বড়সড় রদবদলের প্রয়োজন নেই। কারণ সামগ্রিকভাবে নির্বাচক কমিটির কাজ নিয়ে সন্তুষ্ট কর্তারা। তবে শরথের জায়গায় নতুন কাউকে আনার মধ্য দিয়ে এক ধরনের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, কাজের মান বজায় না থাকলে জায়গা ধরে রাখা যাবে না।
নতুন কোচ গৌতম গম্ভীর ও তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট এক নতুন যুগে প্রবেশ করছে। এই প্রজন্মের পথচলায় ধারাবাহিক নির্বাচনী নীতির গুরুত্ব অনেক। ঠিক সেই কারণেই নির্বাচক প্রধান হিসেবে আগরকরের স্থায়িত্ব প্রয়োজন ছিল বলে মনে করছে বোর্ড।
খেলোয়াড় হিসেবেও আগরকর ছিলেন উচ্চমানের। দেশের জার্সি গায়ে ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ৩৪৯টি আন্তর্জাতিক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৮৫৫ রান। সেই অভিজ্ঞতা তাঁকে কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস জোগায়। ফলে বোর্ডের এই সিদ্ধান্তে আশ্চর্যের কিছু নেই। নির্বাচক প্রধান হিসেবে আগরকরের মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বোর্ড যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে, তা স্পষ্ট।
BCCI Takes Big Decision On Indian Cricket Team selector Ajit Agarkar Contract Just Ahead Of Asia Cup 2025