Aadhaar Card ছাড়া মিলবে না সুপার-ফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট, জানুন বিশদে

ভারতে আধার (Aadhaar Card) আজ নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রে পরিণত হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনা—প্রায় সব ক্ষেত্রেই আধার আবশ্যিক।…

Aadhaar Card Made Mandatory for Superfast Satellite Starlink Internet

ভারতে আধার (Aadhaar Card) আজ নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রে পরিণত হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনা—প্রায় সব ক্ষেত্রেই আধার আবশ্যিক। এবার সেই তালিকায় যোগ হলো স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। জানা গেছে, ইলন মাস্কের কোম্পানি Starlink ভারতে তাদের গ্রাহকদের পরিচয় যাচাইয়ের জন্য আধারকে বেছে নিয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে যদি কেউ স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা নিতে চান, তবে তার জন্য আধার কার্ড বাধ্যতামূলক হবে।

কেন আধার কার্ড যাচাই?

স্টারলিঙ্কের দাবি, আধার ভেরিফিকেশন চালু করার প্রধান কারণ হলো স্বচ্ছতা ও নিরাপত্তা। ভারতে আধারকে (Aadhaar Card) একটি ইউনিক আইডেন্টিটি হিসাবে ধরা হয়। এর মাধ্যমে জাল গ্রাহক বা ভুয়ো অর্ডারের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এছাড়াও এটি পরিষেবাকে আরও নির্ভরযোগ্য করবে।

   

ভারত সরকার সবসময়ই চায় যে ইন্টারনেট পরিষেবা সঠিক গ্রাহক ও বৈধ পরিচয়ধারীরাই ব্যবহার করুন। আধার ভেরিফিকেশনের মাধ্যমে সরকার পাবে ডেটা সিকিউরিটির নিশ্চয়তা। অপরদিকে, স্টারলিঙ্কের জন্য এটি গ্রাহক পরিচালনাকে সহজ করবে এবং যেকোনও ধরণের প্রতারণা রোধে সহায়ক হবে।

Google Pixel 10 সিরিজ ভারতে লঞ্চ হল, দাম, ক্যামেরা ও ব্যাটারির সব তথ্য দেখে নিন

Advertisements

ভারতের জন্য সম্ভাব্য প্ল্যান ও দাম

স্টারলিঙ্ক এখনও ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। তবে কোম্পানির গ্লোবাল প্রাইসিং এবং মার্কেট ট্রেন্ড দেখে অনুমান করা হচ্ছে, ভারতের জন্য বিশেষভাবে কম খরচের প্ল্যান আনা হতে পারে। বর্তমানে আমেরিকা ও অন্যান্য দেশে স্টারলিঙ্কের বেসিক প্ল্যানের দাম প্রায় $99 (প্রায় ₹8,000/মাস)। তবে ভারতীয় বাজারে জিও, এয়ারটেল এবং বিএসএনএল-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টক্কর দিতে স্টারলিঙ্কের মাসিক প্ল্যানের দাম ₹1,500 থেকে ₹2,500 টাকার মধ্যে হতে পারে।

স্টারলিঙ্কের অন্যতম লক্ষ্য হল ভারতের প্রত্যন্ত গ্রাম ও টিয়ার-৩ শহরে হাই-স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া। বর্তমানে এসব এলাকায় ইন্টারনেট স্পিড ও অ্যাভেলেবিলিটি এখনও বড় চ্যালেঞ্জ। আধার ভিত্তিক গ্রাহক ভেরিফিকেশন চালু হলে সংস্থা আরও দ্রুত এবং সুরক্ষিতভাবে গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবে।

সব মিলিয়ে, আধার (Aadhaar Card) ছাড়া ভবিষ্যতে ভারতে স্টারলিঙ্কের সুপার-ফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করা যাবে না। এর ফলে যেমন সরকারের হাতে সঠিক ডেটা থাকবে, তেমনি গ্রাহকেরাও পাবেন আরও নিরাপদ ও স্বচ্ছ পরিষেবা।