হটাৎ পদত্যাগের সিদ্ধান্ত নাইট নেতা রাহানের, কে হবেন পরবর্তী অধিনায়ক?

এক অধ্যায়ের পরিসমাপ্তি। মুম্বই ক্রিকেটের (Mumbai Ranji Cricket Team) অন্যতম সফল অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বৃহস্পতিবার ঘরোয়া ক্রিকেটে (Domestic Cricket) অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার…

Indian Batsman & KKR Captain Ajinkya Rahane announced his resignation in Domestic Cricket as Mumbai Ranji Cricket Team Captain

এক অধ্যায়ের পরিসমাপ্তি। মুম্বই ক্রিকেটের (Mumbai Ranji Cricket Team) অন্যতম সফল অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বৃহস্পতিবার ঘরোয়া ক্রিকেটে (Domestic Cricket) অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে রাহানে জানান, নতুন মরসুম শুরুর আগে নতুন নেতৃত্ব গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। তবে অধিনায়কত্ব ছাড়লেও, ক্রিকেটার হিসেবে তিনি মুম্বইয়ের হয়ে খেলে যেতে বদ্ধপরিকর।

৩৭ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার (Indian Batsman) এক্স (X) হ্যান্ডলে লিখেছেন, “মুম্বইয়ের হয়ে অধিনায়কত্ব করা ও দলকে চ্যাম্পিয়ন করানো আমার কেরিয়ারের অন্যতম সেরা সম্মান। কিন্তু নতুন মরসুমের আগে আমার মনে হচ্ছে, এখনই উপযুক্ত সময় কাউকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলার। তাই সিদ্ধান্ত নিয়েছি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার। তবে মুম্বই ক্রিকেটের প্রতি আমার প্রতিশ্রুতি অটুট থাকবে। দলের হয়ে খেলে আরও ট্রফি জেতার লক্ষ্যেই এগিয়ে যাব।”

   

২০২৩-২৪ মরসুমে রাহানের নেতৃত্বেই দীর্ঘ সাত বছরের খরা কাটিয়ে রঞ্জি ট্রফি জেতে মুম্বই। এছাড়াও, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও ইরানি ট্রফিও ঘরে তোলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪৬৯ রান করে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে গত সিজনে রঞ্জি সেমিফাইনালে বিদর্ভের কাছে হেরে বিদায় নেয় মুম্বই। তা সত্ত্বেও রাহানের নেতৃত্বের সাফল্য ও অবদান অস্বীকার করা যায় না।

প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ৭৬ ম্যাচে ৫৯৩২ রান করেছেন রাহানে। গড় ৫২। রয়েছে ১৯টি শতরান, যা মুম্বইয়ের হয়ে দ্বিতীয় সর্বাধিক। শীর্ষে রয়েছেন ওয়াসিম জাফর (২৯ শতরান)। রাহানে হলেন মুম্বইয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও।

Advertisements

রাহানের সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠেছে, কে হবেন মুম্বইয়ের পরবর্তী অধিনায়ক? সম্ভাব্য তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান। তবে জাতীয় দলের দায়িত্বে ব্যস্ত থাকায় জয়সস্বীকে পুরো মরসুমে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। তাই নেতৃত্বে অভিজ্ঞতার নিরিখে আইয়ার ও সূর্যকুমারই আপাতত এগিয়ে।

আইয়ার আগে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও ভারতের অধিনায়কত্ব করেছেন। অন্যদিকে সূর্যকুমার বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাই ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত পাওয়া গেলে এঁদের কাউকেই দায়িত্ব দিতে চাইবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)।

২০২৫ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ৩৯০ রান করেছিলেন রাহানে। তবে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর কি আইপিএল দলেও তাঁর ভূমিকা বদলাবে? গুঞ্জন চলছে, কেকেআর (KKR) নাকি বিকল্প অধিনায়কের খোঁজে রয়েছে। সম্ভাব্য নাম সঞ্জু স্যামসন ও কেএল রাহুল।

Indian Batsman & KKR Captain Ajinkya Rahane announced his resignation in Domestic Cricket as Mumbai Ranji Cricket Team Captain