তরুণ কংগ্রেস নেতারা কথা বলতে ভয় পান, তাতে রাহুল অস্বস্তিতে পড়েন, খোঁচা মোদীর

নয়াদিল্লি: সংসদীয় রাজনীতির মঞ্চে ফের একবার শান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র শরিকদের সঙ্গে বৈঠকে কংগ্রেসের যুব নেতৃত্বকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সূত্রের খবর,…

PM Modi on Congress youth leaders

নয়াদিল্লি: সংসদীয় রাজনীতির মঞ্চে ফের একবার শান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র শরিকদের সঙ্গে বৈঠকে কংগ্রেসের যুব নেতৃত্বকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সূত্রের খবর, মোদির মতে, বিরোধী শিবিরে একাধিক তরুণ নেতা রয়েছেন যাঁরা যথেষ্ট প্রতিভাবান। কিন্তু তথাকথিত *‘পারিবারিক অনিরাপত্তা’*র কারণে তাঁদের কখনও আলোয় আসতে দেওয়া হয় না। প্রধানমন্ত্রী ইঙ্গিত করেন, এই সম্ভাবনাময় নেতারাই নাকি রাহুল গান্ধীর অস্বস্তি ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন।

গেমিং বিল, ২০২৫

শুধু বিরোধী রাজনীতিতেই নয়, সদ্যসমাপ্ত সংসদীয় অধিবেশন নিয়েও বক্তব্য রাখেন মোদী। বিরোধীদের লাগাতার বিক্ষোভ ও হট্টগোলের মধ্যেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাশ হওয়াকে তিনি এই অধিবেশনের বিশেষ সাফল্য বলে অভিহিত করেন। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’। এই বিলকে তিনি দেশের জনজীবনে “দূরপ্রসারী প্রভাব বিস্তারকারী সংস্কার” বলে অভিহিত করেন।

   

নতুন আইনে অর্থভিত্তিক অনলাইন গেমিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইনভঙ্গের দায়ে শুধুমাত্র কোম্পানি নয়, তাদের কর্ণধার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “এমন একটি আইন সরাসরি সাধারণ মানুষকে প্রভাবিত করবে। কিন্তু বিরোধীরা বিতর্কে যোগ না দিয়ে কেবল কার্যক্রম ব্যাহত করেছে।”

তবে এই বিল নিয়ে সংশয়ও বাড়ছে। অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (AIGF) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে জানিয়েছে, সর্বাত্মক নিষেধাজ্ঞা জারির ফলে দ্রুতবর্ধনশীল এই শিল্প ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।

Advertisements

বিল ছিড়ে প্রতিবাদ PM Modi on Congress youth leaders

অন্যদিকে, সংসদীয় অঙ্গনে উত্তেজনা চরমে ওঠে যখন বিরোধী শিবির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আনা তিনটি বিতর্কিত বিলের কপি ছিঁড়ে ফেলে। ওই প্রস্তাবিত আইনে গুরুতর অপরাধে গ্রেফতার হলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদেরও পদ থেকে সরিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে।

মোদী-বিরোধী দ্বন্দ্বে সংসদ যখন অচল, তখনই অনলাইন গেমিং বিল কেন্দ্রীয় রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

Bharat: PM Modi at an NDA meeting claims Congress’s youth leaders are sidelined due to ‘familial insecurity,’ posing a threat to Rahul Gandhi. He also lauded the passage of the new ‘Online Gaming Bill, 2025,’ which bans money-based online gaming.