সেভিলার ঊষার দেশে খেলা শুরু করেও আজ ভারতীয় ফুটবলের (Indian Football) ময়দানে নিজের নতুন স্বপ্ন আঁকছেন স্প্যানিশ মিডফিল্ডার (Spanish Footballer) হোসে নুনেজ মার্টিনেজ (Jose Nunez Martin) অর্থাৎ চেমা (Chema)। তিনি হলেন সেভিলা এফসি যুব একাডেমির প্রাক্তন ফুটবলার। চলতি ডুরান্ড কাপে (Durand Cup) নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United FC) জার্সিতে অভিষেক হয় তাঁর। ইতিমধ্যে দলের ভিতকে শক্তিশালী করেছেন তিনি।
চেমার ফুটবলজীবন স্পেনে কেটেছে মূলত Almería B, Almería, Albacete, Real Unión ও Antequera CF তে। অধিকাংশ ম্যাচে সৃজনশীল মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি Antequera-তে ২০২৩–২৫ সময়কালে প্রায় ৭৩ ম্যাচে অংশ নিয়েছেন তিনি।
ডুরান্ড কাপ ২০২৫ অভিযানে নর্থইস্ট ইউনাইটেডের চেমা নতুন মুখ। গত ম্যাচে তিনি দলের নতুন স্প্যানিশ ফুটবলার জাইরো স্যামপেরিও এবং অ্যান্ডি রদ্রিগেজের সঙ্গে যোগ দিয়েছেন। । দল গুছিয়ে প্রস্তুতি শুরু করেছে আগাম তিন সপ্তাহের ট্রেনিং ক্যাম্প দিয়ে।
নর্থইস্ট ইউনাইটেড গ্রুপে মালেশিয়ান আর্মড ফোর্স, শিলং লাজং এবং রাংজিয়াদ ইউনাইটেডকে ছাড়িয়ে অটুট ছিল। এরপর শিলং লাজংয়ের বিরুদ্ধে সেমিফাইনালে রিদিম তলাংয়ের দুর্দান্ত ৩০ গজের শটে জয় নিশ্চিত হয় হাইল্যান্ডার্সদের। এরপর ২৩ আগস্ট ফাইনালে, যুবভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবারের বিপক্ষে নামতে তৈরি হুয়ান পেদ্রো বেনালির দল। গতবছর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে পেনাল্টি শুটআউটে হারিয়ে প্রথমবারের মতো ডুরান্ড কাপ জয় করে নর্থইস্ট ইউনাইটেড।
চেমা স্পেনের ফুটবল সংস্কৃতিতে গড়ে উঠলেও তিনি ভারতীয় ফুটবলের বিশেষ বৈচিত্র্যে হারিয়ে যাননি। ভাষা, আবহাওয়া বা খেলার ধরন সবকিছুর সাথে খাপ খাওয়ান তিনি, যার স্বতঃস্ফূর্ত প্রমাণ পাওয়া গেছে তাঁর বক্তব্যে। তিনি বলেন,“স্পেনে খেলার অভিজ্ঞতা আমাকে আজকের ফুটবলার হিসেবে গড়েছে… এখন ভারতে থাকা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এক অধ্যায়। আমি ভারতীয় ফুটবলে দ্রুত মানিয়ে নিতে চাই।কোচের ধারণা বুঝে তাতে অবদান রাখতে চাই। এমনকি দলের ভরসা আমার গতি বাড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “হুয়ান পেদ্রো বেনালি আমাকে পুরো আত্মবিশ্বাসে হাতে নিয়েছেন। আমি তাঁর বিশ্বাস রাখতে পারলে আনন্দ পাওয়া যাবে।” স্পেন থেকে আসা এই মিডফিল্ডার দলের সৃজনশীল ভাবনা বজায় রাখবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রক্ষণশীল নয়, বরং আক্রমণাত্মক বাস্তবায়নে নিয়োজিত চেমা নর্থইস্টকে আরও গতিশীল করে তুলতে পারেন। ডুরান্ড কাপ শেষে ভারতের শীর্ষস্থানীয় লিগগুলিতে তাঁর ভূমিকা কেমন হতে পারে, সেটিও আগামীর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Spanish Footballer Jose Nunez Martin as Chema Sets Sights on Durand Cup Glory with NorthEast United FC