কয়েক ঘন্টার মধ্যে বাড়ি চুরির কিনারা, পুলিশের জালে ধৃত ৪ অভিযুক্ত

মিলন পণ্ডা, ভূপতিনগর: পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে একটি বড়সড় বাড়ি চুরির ঘটনায় অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল ভূপতিনগর থানার পুলিশ (Police)। দ্রুত তদন্তে…

কয়েক ঘন্টার মধ্যে বাড়ি চুরির কিনারা, পুলিশের জালে ধৃত ৪ অভিযুক্ত

মিলন পণ্ডা, ভূপতিনগর: পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে একটি বড়সড় বাড়ি চুরির ঘটনায় অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে কিনারা করল ভূপতিনগর থানার পুলিশ (Police)। দ্রুত তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের তরফে এই ঘটনাকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল ভূপতিনগর থানার নেলুয়া গোপালচক গ্রামের সমীরণ মিদ্দ্যা ও সঞ্জয় মিদ্দ্যা, জুখিয়া গ্রামের শম্ভু দাস এবং খেজুরি থানার ঠাকুরনগর গ্রামের অরিন্দম শ্যাসমল। বৃহস্পতিবার কাঁথি আদালতে তাদের তোলা হবে। তদন্তের স্বার্থে ভূপতিনগর থানার পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

   

জানা গিয়েছে, ১৮ই আগস্ট দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার জুখিয়া গ্রামের বাসিন্দা সহদেব শী ও তাঁর স্ত্রী সীতা শী আত্মীয়ের বাড়িতে যান। বাড়ির তালা বন্ধ করে যাওয়ার সুযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পরের দিন আত্মীয় বাড়ি থেকে ফিরে এসে সীতা শী দেখেন যে বাড়ির তালা ভাঙা এবং ভেতরের সোনার গয়না, নগদ টাকা ও একটি মোটরবাইক উধাও।

চুরি যাওয়া সমস্ত জিনিসপত্রের বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। ১৯শে আগস্ট সন্ধ্যায় সীতা শী ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওসি শেখ মহম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে এবং টানা তল্লাশি চালিয়ে চারজন অভিযুক্তকে পাকড়াও করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া চারজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। তবে চুরি যাওয়া গয়না ও নগদ টাকা পুরোপুরি উদ্ধার করা যায়নি। পুলিশ আশাবাদী, খুব শীঘ্রই সমস্ত চুরি যাওয়া সম্পদ উদ্ধার করা সম্ভব হবে।

Advertisements

ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মহিউদ্দিন বলেন, “অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইব যাতে বিস্তারিত তদন্ত করা যায়। খুব তাড়াতাড়িই চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে বলে আশা করছি।”

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন। জুখিয়ার বাসিন্দা তথা চুরির শিকার সীতা শী বলেন,
“আমি পুলিশের কাছে বিশেষ কৃতজ্ঞ। অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই তারা চারজনকে গ্রেফতার করেছে। আশা করি খুব তাড়াতাড়ি আমার সমস্ত গয়না ও টাকা ফেরত পাবো।”

পূর্ব মেদিনীপুরের বিভিন্ন গ্রামে সাম্প্রতিক সময়ে বারবার চুরির ঘটনা ঘটছে। এর ফলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। পুলিশের তরফে দাবি করা হয়েছে, নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

ভূপতিনগরের এই দ্রুত চুরি উদঘাটন প্রমাণ করে যে জেলা পুলিশের তৎপরতা যথেষ্ট কার্যকরী। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করা নিঃসন্দেহে বড়সড় সাফল্য। তবে চুরি হওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার হওয়ার পরই পুলিশের তদন্তের পূর্ণতা আসবে।