সুপার সিক্স টার্গেট করে সুরুচির বিরুদ্ধে নামছে মোহনবাগান

কয়েক সপ্তাহের বিরতির পর আবার মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan SG)। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ দল সুরুচি সঙ্ঘ…

Mohun Bagan SG will face off against Suruchi Sangha in CFL 2025

কয়েক সপ্তাহের বিরতির পর আবার মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan SG)। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ দল সুরুচি সঙ্ঘ (Suruchi Sangha)। এই ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’ মোহন বাগানের জন্য। সুপার সিক্সে জায়গা করে নিতে হলে আর কোনও ভুলচুকের জায়গা নেই ডেগি কার্ডোজোর ছেলেদের।

এখনও পর্যন্ত ৭ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে মোহন বাগান। অর্থাৎ শেষ তিনে আসার লড়াইয়ে তারা এখন অনেকটাই পিছিয়ে। বিপরীতে, সুরুচি সঙ্ঘ কিন্তু ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে। ফলে একধাপ এগিয়ে তারাও, আর এদিনের জয় তাদের সুপার সিক্সের দরজায় আরও জোরে ধাক্কা মারতে সাহায্য করবে। তাই লড়াইটা মোটেই সহজ নয় সবুজ-মেরুন শিবিরের জন্য।

   

শেষ ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে ২-৩ হার বেশ হতাশাজনক ছিল বাগান ব্রিগেডের জন্য। এরপর ডুরান্ড কাপের কারণে মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি মোহনবাগান। অথচ সেই ডুরান্ডেও ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয় কোয়ার্টার ফাইনালে।

এবার ফোকাস কলকাতা লিগ কোচ ডেগি কার্ডোজো জানিয়ে দিয়েছেন, এখন থেকে প্রতিটি ম্যাচই যেন ফাইনাল। তাঁর কথায়, “শুরুতেই গোল তুলে চাপ তৈরি করতে হবে। ছেলেরা তৈরি। আমাদের হারানোর কিছু নেই, বরং প্রমাণ করার অনেক কিছু আছে।” বুধবার অনুশীলনে দলের খেলোয়াড়দের দেখা গেল বেশ মনোযোগী ভূমিকায়।

Advertisements

চোট সারিয়ে ফিরেছেন অধিনায়ক সন্দীপ মালিক। মাঝমাঠে তাঁর উপস্থিতি দলকে অনেকটা ভারসাম্য দেবে বলেই মত কোচের। তবে দুঃসংবাদও রয়েছে। সিনিয়র দলের সঙ্গে প্রস্তুতি নেওয়ায় সুহেল ভাট ও দীপ্যেন্দু বিশ্বাসকে এই ম্যাচে পাচ্ছেন না ডেগি। ফলে মাঝমাঠ ও ফরোয়ার্ডে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে। তবে আশার খবর, ডুরান্ড শেষে ঘরোয়া লিগের দলে ফেরত এসেছেন লিওয়ান কাস্তানা, পাসাং দর্জি তামাং-সহ বেশ কয়েকজন ফুটবলার। তাঁদের উপস্থিতি মোহনবাগানের শক্তি বাড়াবে বলেই আশাবাদী সমর্থকরা।

অন্যদিকে, সুরুচি সঙ্ঘও আত্মবিশ্বাসে টইটম্বুর। তাদের কোচ এবং খেলোয়াড়রা জানেন, মোহন বাগান এখন চাপে রয়েছে, আর সেই চাপকে কাজে লাগিয়েই চমক দিতে চায় তারা। এদিন ম্যাচ শুরু দুপুর ৩টে থেকে। সম্প্রচার করা হবে এসএসইএন অ্যাপে। তাই মোবাইলেই চোখ রাখুন, যদি মাঠে যাওয়া সম্ভব না হয়।

Mohun Bagan SG will face off against Suruchi Sangha in CFL 2025