আরও সাশ্রয়ী বীমা! জীবন ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি মওকুফের চিন্তাভাবনা

Insurance GST waiver proposal India ভারতে জীবন ও স্বাস্থ্যবিমা আরও সুলভ হতে চলেছে—এমনই ইঙ্গিত দিচ্ছে নয়া প্রস্তাব। জানা গিয়েছে, বিমা প্রিমিয়ামের উপর থেকে গুডস অ্যান্ড…

Insurance GST waiver proposal India

Insurance GST waiver proposal India

ভারতে জীবন ও স্বাস্থ্যবিমা আরও সুলভ হতে চলেছে—এমনই ইঙ্গিত দিচ্ছে নয়া প্রস্তাব। জানা গিয়েছে, বিমা প্রিমিয়ামের উপর থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) পুরোপুরি প্রত্যাহার করার প্রস্তাব রাখা হয়েছে। এই পদক্ষেপ কার্যকর হলে কোটি কোটি সাধারণ মানুষ উপকৃত হবেন এবং বিমা খাতে প্রবেশাধিকার বাড়বে।

বর্তমানে জিএসটি-র বোঝা কতটা?

এখন কোনও নতুন জীবনবিমা বা স্বাস্থ্যবিমা কিনলে, কিংবা পুরনো পলিসি নবীকরণ করলে প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। যেমন, যদি বার্ষিক প্রিমিয়াম হয় ₹২০,০০০, তবে তার উপর অতিরিক্ত ₹৩,৬০০ কর হিসেবে যোগ হয়। ফলে মোট খরচ দাঁড়ায় ₹২৩,৬০০। এই বাড়তি চাপ পড়ে ব্যক্তি বিমা থেকে শুরু করে ফ্যামিলি ফ্লোটার—সব ধরনের পলিসির উপরেই।

   

নতুন প্রস্তাব কী বলছে? Insurance GST waiver proposal India

প্রস্তাবটি যদি জিএসটি কাউন্সিল অনুমোদন করে, তবে প্রিমিয়ামের উপর আর কোনও কর বসবে না। অর্থাৎ বিমাধারীকে কেবলমাত্র মূল প্রিমিয়ামই দিতে হবে। শিল্প বিশেষজ্ঞদের অনুমান, এতে কার্যত পলিসির খরচ প্রায় ১৫ শতাংশ কমে যেতে পারে।

এই প্রস্তাব এসেছে একটি মন্ত্রিগোষ্ঠীর (GoM) তরফে, যাদের দায়িত্ব কর কাঠামো যুক্তিসঙ্গত করা এবং বিমা খাতে প্রবেশাধিকারের প্রসার ঘটানো। কেন্দ্র ইতিমধ্যেই এই পদক্ষেপকে সমর্থন করছে। তবে কিছু রাজ্য রাজস্ব ঘাটতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে।

রাজস্বে বড় ঘাটতির আশঙ্কা

বর্তমানে জীবন ও স্বাস্থ্যবিমা থেকে প্রায় ₹৮,২৬২ কোটি জিএসটি আয় হয়। এর সঙ্গে স্বাস্থ্য রি-ইনসুরেন্স থেকে আসে আরও প্রায় ₹১,৫০০ কোটি। অর্থাৎ পুরোপুরি ছাড় দিলে রাজ্যগুলির সম্মিলিত প্রায় ₹১০,০০০ কোটি টাকার ঘাটতি তৈরি হবে। তাই অনেক রাজ্য চাইছে, বিমাধারীদের কাছে পুরো সুবিধাটি কতটা পৌঁছবে, তা আগে স্পষ্ট করা হোক।

আসলেই কি প্রিমিয়াম কমবে?

তত্ত্বগতভাবে প্রিমিয়াম কমার কথা। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিমা সংস্থাগুলি এখন ব্যাকএন্ড খরচে দেওয়া জিএসটি-র উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) পায়। যদি প্রিমিয়ামে জিএসটি না বসে, তবে এই সুবিধা বন্ধ হবে। ফলে সংস্থাগুলি ক্ষতি পুষিয়ে নিতে প্রিমিয়ামের বেসিক রেট কিছুটা বাড়াতে পারে।

Advertisements

বিশ্লেষকদের মতে, বিমাকে যদি ‘শূন্য-হার (zero-rated)’ পরিষেবা করা হত, তবে গ্রাহকরা জিএসটি থেকে মুক্ত হতেন এবং একইসঙ্গে বিমা সংস্থাগুলিও ITC দাবি করতে পারত। সেটিই হতো সেরা সমাধান।

কবে সিদ্ধান্ত আসতে পারে?

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি জিএসটি কাউন্সিল বৈঠকে এই প্রস্তাব আলোচনায় উঠতে পারে। অনুমোদন পেলে দীপাবলির সময় থেকেই নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

পলিসি নেওয়ার সময় কী করবেন?

যারা নতুন পলিসি কিনতে বা পুরনোটি নবীকরণ করতে চাইছেন, তাঁদের হয়তো কিছুটা অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। যদি জিএসটি ছাড় কার্যকর হয়, তবে প্রিমিয়ামে উল্লেখযোগ্য হারে সাশ্রয় হবে। তবে তার সবটাই গ্রাহকের কাছে পৌঁছবে কিনা, তা নির্ভর করবে বিমা সংস্থার স্বচ্ছতার উপর।

Business: A new proposal in India suggests a complete GST waiver on life and health insurance premiums. This move could make insurance significantly more affordable, potentially reducing costs by 15% and benefiting millions of policyholders.