উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার নিয়ে আসে বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলি। সেই ধারাবাহিকতায় এবার বাজাজ অটো তাদের জনপ্রিয় পালসার রেঞ্জ-এর (Bajaj Pulsar) জন্য ঘোষণা করল এক বিশেষ অফার, যার নাম দেওয়া হয়েছে ‘পালসার হ্যাটট্রিক অফার’। এই অফারের মাধ্যমে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ১০,০০০ টাকার সমমূল্যের সুবিধা।
বাজাজের এই নতুন অফার ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে কার্যকর হয়েছে, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ভারত এবং উত্তরপ্রদেশ।
Bajaj Pulsar-এ তিন ধরণের সুবিধা একসঙ্গে
‘হ্যাটট্রিক অফার’-এর মূল লক্ষ্য গ্রাহকদের ট্রিপল সুবিধা প্রদান। বাজাজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফারের আওতায় গ্রাহকরা পাবেন বিশেষ দামে বাইক কেনার সুযোগ, ক্যাশ বেনিফিট এবং আরও কিছু ভ্যালু অ্যাডিশন। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার, ইনস্যুরেন্স সেভিংস, এমনকি প্রসেসিং ফি মওকুফ। সব মিলিয়ে একজন ক্রেতা সর্বাধিক ১০,০০০ টাকার সমপরিমাণ সুবিধা পাবেন।
Ather আনছে কম দামের ই-স্কুটার! ৩০ অগস্ট আত্মপ্রকাশ
কোন কোন মডেলের জন্য প্রযোজ্য
বাজাজ জানিয়েছে, এই অফারের আওতায় প্রায় পুরো পালসার রেঞ্জ-কে (Bajaj Pulsar) আনা হয়েছে। অর্থাৎ গ্রাহকরা চাইলে Pulsar 125, Pulsar NS125, Pulsar N125 থেকে শুরু করে Pulsar 150, Pulsar N160, Pulsar NS160, Pulsar NS200, Pulsar N250, Pulsar 220F, Pulsar RS200 কিংবা নতুন লঞ্চ হওয়া Pulsar NS400Z পর্যন্ত বিভিন্ন মডেল কিনতে পারবেন বিশেষ সুবিধায়। যদিও সংস্থার তরফে স্পষ্ট করে বলা হয়নি কোন মডেলগুলি অফারের বাইরে রাখা হয়েছে।
প্রতি বছর উৎসবের সময়ে দুই-চাকার গাড়ির বাজারে কেনাবেচা বেড়ে যায়। বাজাজও সেই ইতিবাচক ক্রেতা মনোভাবকে কাজে লাগাতে চাইছে এই অফারের মাধ্যমে। ফলে, এই মরসুমে গ্রাহকরা যখন নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন, তখন পালসারের মতো জনপ্রিয় ব্র্যান্ডে অতিরিক্ত সুবিধা তাদের আকর্ষণ করবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ
এখনই প্রতিযোগী সংস্থাগুলি যেমন Hero MotoCorp তাদের Glamour X 125, আর Honda তাদের CB125 Hornet নিয়ে বাজারে নেমেছে। এই পরিস্থিতিতে বাজাজের হ্যাটট্রিক অফার সরাসরি বাজারে প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলতে পারে। কারণ বাজাজের পালসার ব্র্যান্ড দীর্ঘদিন ধরেই পারফরম্যান্স, ডিজাইন এবং টেকসই মানের জন্য ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।
সবমিলিয়ে বলা যায়, বাজাজের এই পালসার (Bajaj Pulsar) হ্যাটট্রিক অফার গ্রাহকদের জন্য উৎসবের মরসুমে বড় সুযোগ নিয়ে এসেছে। যারা নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন, তারা স্থানীয় বাজাজ ডিলারশিপে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। ক্যাশব্যাক, ইনস্যুরেন্সে ছাড় আর প্রসেসিং ফি মওকুফের মতো সুবিধার ফলে গ্রাহকের পকেটের বোঝা অনেকটাই হালকা হবে। তাই এই উৎসব মরসুমে বাজাজ পালসার আবারও হয়ে উঠতে পারে অনেক বাইকপ্রেমীর প্রথম পছন্দ।