হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল, কী হয়েছে বিজেপি বিধায়কের?

কলকাতা: বিজেপি শিবিরে ফের উদ্বেগ। শ্বাসকষ্টজনিত সমস্যায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। চিকিৎসকরা…

Agnimitra Paul hospitalised

কলকাতা: বিজেপি শিবিরে ফের উদ্বেগ। শ্বাসকষ্টজনিত সমস্যায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কর্মসূচির মাঝেই অসুস্থ Agnimitra Paul hospitalised

দলীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে নাগাদ আসানসোল থেকে ফেরেন অগ্নিমিত্রা। সেখানে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করায় কর্মসূচি মাঝপথেই শেষ করে কলকাতায় ফেরেন। রাতেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কয়েকদিন ধরেই জ্বর, সর্দি–কাশি ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন বিজেপি নেত্রী। পরিস্থিতি জটিল হওয়াতেই চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি করা হয়। রাজনৈতিক মহলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী ও সমর্থকেরা।

   

কয়েকদিন আগেই অসুস্থ হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় Agnimitra Paul hospitalised

 

Advertisements

উল্লেখ্য, এর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয় তাঁকে। চিকিৎসকদের মতে, অভিজিৎবাবুর প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যা ধরা পড়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। একইসঙ্গে বিজেপির দুই গুরুত্বপূর্ণ নেতার একসঙ্গে অসুস্থতায় রাজ্য বিজেপি’তে শোরগোল পড়েছে৷ 

 West Bengal: BJP’s West Bengal General Secretary Agnimitra Paul has been hospitalized with respiratory issues. The Asansol South MLA fell ill after attending a program. This follows the recent hospitalization of another key BJP leader, Abhijit Gangopadhyay.