টানা চারদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ভারী বর্ষণে ভাসবে কোন কোন জেলা?

কলকাতা: নিম্নচাপের জেরে দুর্যোগ এখনও কাটছে না বাংলার আকাশ থেকে। চলতি সপ্তাহজুড়ে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার…

West Bengal rain forecast

কলকাতা: নিম্নচাপের জেরে দুর্যোগ এখনও কাটছে না বাংলার আকাশ থেকে। চলতি সপ্তাহজুড়ে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। দিনভর মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা জারি থাকছে দক্ষিণ ও উত্তরবঙ্গে।

আজ কেমন কাটবে দিন?

আজ, ২১ অগাস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের অনেক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

   

আগামীকাল, ২২ অগাস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। জলপাইগুড়িতে ভারী বর্ষণের সতর্কবার্তা।

কেমন কাটবে শনি-রবি? West Bengal rain forecast 

২৩ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা।

Advertisements

২৪ অগাস্ট বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি নামতে পারে।

আবহাওয়া দফতরের মতে, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। নিম্নচাপের প্রভাবে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

West Bengal: Get the latest West Bengal rain forecast for Kolkata, North and South Bengal. Find out about the low-pressure system, cyclone warnings, and heavy rainfall predictions for the upcoming week. Stay informed with our detailed weather updates.