ইস্টবেঙ্গলকে পরাজিত করে কী বললেন জবি জাস্টিন?

এবারের এই ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসিকে ফাইনালে তোলার অন্যতম কারিগর জবি জাস্টিন (Jobby Justin)। ম্যাচের ৮৩ মিনিটের লাল-হলুদের গোলে বল ঠেলে দিয়েছিলেন কেরালার এই…

Jobby Justin Goal Secures Diamond Harbour FC’s Historic Durand Cup Final Spot After Defeating East Bengal

এবারের এই ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসিকে ফাইনালে তোলার অন্যতম কারিগর জবি জাস্টিন (Jobby Justin)। ম্যাচের ৮৩ মিনিটের লাল-হলুদের গোলে বল ঠেলে দিয়েছিলেন কেরালার এই ফরোয়ার্ড। যারফলে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলার এই ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত ওই একটি গোলেই আসে জয়। যারফলে প্রথমবারে মতো এই টুর্নামেন্ট খেলতে এসেই দল স্থান করে নিল টুর্নামেন্টের ফাইনালে। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। এখন সেই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের।

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তারকা বলেন, ” একজন পেশাদার ফুটবলার হিসেবে আমি আমার কাজ করেছি। দলকে জয় এনে দিয়েছি। যখন আমি ইস্টবেঙ্গলের হয়ে খেলতাম তখন ও নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করতাম। এখন আমি ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলি। এখানেই আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমি এই দলের অধিনায়ক। আমি দলকে লিড দিয়ে জয় এনে দিতে পেরে খুশি। আমরা আজ দলগত ফুটবল খেলতে পেরেছি। তাতেই সাফল্য এসেছে। এবার আমাদের নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে লড়াই করতে হবে। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত হব।”

   
Advertisements

উল্লেখ্য, এদিন তাঁর গোলের পর সতীর্থ ফুটবলারদের আনন্দ করতে দেখা গেলেও খুব একটা উচ্ছাস প্রকাশ করেননি জবি জাস্টিন। সেই নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে এই তারকা বলেন আমরা দল হিসেবে সেলিব্রেট করেছি। তাছাড়া আমি আমার প্রাক্তন দলকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমরা ফাইনাল ম্যাচ জেতার পর ট্রফি হাতে নিয়েই সেলিব্রেট করতে চাই। আগামী ২৩শে আগস্ট বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ। এখন সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।