এশিয়া কাপে (Asia Cup 2025) দল ঘোষণার পরের দিনই চমকে উঠলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। আইসিসির (ICC) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ ওডিআই ব্যাটসম্যানদের র্যাঙ্কিং তালিকা (ICC ODI Rankings) থেকে একেবারে হঠাৎ করে উধাও হয়ে গেল দুই ভারতীয় মহাতারকা। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) নাম। মাত্র এক সপ্তাহ আগেই যেখানে তাঁরা দ্বিতীয় (রোহিত) ও চতুর্থ (বিরাট) স্থানে ছিলেন, সেখানে ২০ আগস্টের তালিকায় তাঁদের ছায়াও দেখা যাচ্ছে না।
ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা, তবে কি গোপনে ওডিআই থেকেও অবসর নিয়ে ফেলেছেন এই দুই কিংবদন্তি? যদিও, আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে তেমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্টে আইসিসি সূত্রে জানা গিয়েছে, এটি ছিল ‘প্রযুক্তিগত ত্রুটি” কিংবা ‘টেকনিক্যাল গ্লিচ’।
১৩ আগস্টের তালিকা অনুযায়ী, ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল ছিলেন শীর্ষে (৭৮৪ পয়েন্ট)। তাঁর ঠিক পরেই ছিলেন রোহিত শর্মা (৭৫৬), এরপর বাবর আজম (৭৫১) এবং চতুর্থ স্থানে ছিলেন বিরাট কোহলি (৭৩৬)। আরও উল্লেখযোগ্যভাবে, শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা, নিউজিল্যান্ডের মিচেল এবং ভারতের শ্রেয়াস আইয়ারও ছিলেন প্রথম দশে।

কিন্তু বুধবার আইসিসি’র ওয়েবসাইট খুলে দেখা যায়, র্যাঙ্কিং তালিকায় রোহিত ও কোহলির নাম নেই। এমনকি টপ ১০ তে ভারতের হয়ে কেবল শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার রয়েছেন। বাবর আজম উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আসালঙ্কা চতুর্থ স্থানে। এই হঠাৎ পরিবর্তনই প্রশ্ন তুলেছে—তবে কি এটিই ভবিষ্যতের কোনও ইঙ্গিত?
ইতিমধ্যে এহেন ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, “মাত্র কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করল ভারত। সেই টুর্নামেন্টে রোহিত ফাইনালে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন, কোহলি ছিলেন গ্রুপ পর্বের স্তম্ভ, তাঁদের কীভাবে হঠাৎ বাদ দেওয়া হল?”
রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখনও ওডিআই ফরম্যাটে সক্রিয়। তাঁরা শেষবার খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সংযুক্ত আরব আমিরশাহীতে। সেই টুর্নামেন্টে রোহিত ফাইনালে অসাধারণ ইনিংস খেলে ভারতের হাতে এক দশক পর প্রথম ওডিআই ট্রফি তুলে দেন। অপরদিকে, কোহলি গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ফাইনালের পথে এগিয়ে নিয়ে যান।
এই হঠাৎ “নাম উধাও” ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন, “আইসিসি কি এবার অবসর দেওয়ানোর কাজও করছে?” আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “আইসিসি’র সার্ভার বুঝি বিরাট-রোহিতের নাম ধারণ করতে পারছে না!”
Where is Virat Kohli and Rohit Sharma’s name in ICC Men’s ODI ranking. Are they retiring from ODI too??? pic.twitter.com/eoAnl6ttfG
— Rahul Aashu (@RahulAashu3) August 20, 2025
ICC admits technical glitch after Virat Kohli & Rohit Sharma briefly vanish from ODI rankings ahead Asia Cup 2025