Opposition tears bills
নয়াদিল্লি: বুধবার লোকসভা অধিবেশনে এমন এক ঘটনা ঘটল, যা সংসদের ইতিহাসে বিরল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করছিলেন, ঠিক তখনই রীতিমতো বিস্ফোরণ ঘটাল বিরোধীরা। গুরুতর অভিযোগে টানা ৩০ দিন জেলে থাকলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদেরও পদচ্যুত করার বিধান এই বিলের মধ্যেই রয়েছে। আর সেই বিল নিয়েই প্রবল হট্টগোলের সাক্ষী থাকল সংসদ।
বিরোধীদের স্লোগান
অমিত শাহর বক্তব্য চলাকালীন বিরোধী সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। প্রথম স্লোগানের সূচনা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর পর কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল আচমকাই বিলের খসড়া কাগজ ছিঁড়ে ফেলেন এবং টুকরো কাগজ অমিত শাহর দিকে ছুড়ে দেন। সেই পথ অনুসরণ করেন সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদবসহ আরও কয়েকজন বিরোধী সাংসদ। কাগজের টুকরো উড়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলের দিকে।
ওয়েলে নেমে জোর বিক্ষোভ Opposition tears bills
এখানেই শেষ হয়নি। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে জোর বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, শাহের মাইক ঘোরানোরও চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন শাসক দলের সাংসদ রবনীত বিট্টু, কমলেশ পাসওয়ান, কিরেণ রিজিজু, সতীশ গৌতমরা। কিন্তু তাতেও থামেনি স্লোগানবাজি।
মন্ত্রীত্ব ছেড়েছিলাম..
এই অভূতপূর্ব পরিস্থিতির মাঝেই বিল পেশ করে অমিত শাহ বলেন, “ভুয়ো অভিযোগে জেলে গিয়েছিলাম বলে একসময় মন্ত্রীত্ব ছেড়েছিলাম। আমি এতটা নির্লজ্জ নই। আমি চাই সেই নৈতিকতাবোধ সকলের মধ্যেই থাকুক।”
লোকসভায় এমন বিশৃঙ্খলা বিরল। সংসদীয় রীতিনীতি ভঙ্গ করে বিলের খসড়া ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছুড়ে দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে বিরোধীদের প্রতিবাদ সংস্কৃতি ও সংসদীয় শালীনতা নিয়ে।
Bharat: Opposition MPs created chaos in Lok Sabha as Amit Shah introduced the 130th Constitution Amendment Bill, proposing ouster of PM, CMs and ministers jailed for 30 days. Protesters tore and hurled bill papers at Shah, triggering unprecedented scenes in Parliament.