কলকাতা: ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক ছড়াল লোকসভায়। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় এমন এক বিল পেশ করলেন, যাতে বলা হয়েছে— যদি প্রধানমন্ত্রী, কোনও মুখ্যমন্ত্রী বা মন্ত্রী টানা ৩০ দিন জেলে থাকেন এবং তাঁর বিরুদ্ধে পাঁচ বছর বা তার বেশি সাজা হওয়ার সম্ভাবনা থাকে, তবে ৩১ দিনের দিন থেকেই তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হবে।
তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
বিলটি উপস্থাপিত হওয়ার পরেই তীব্র প্রতিক্রিয়া জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “এই বিল আসলে হিটলারি কায়দায় গণতন্ত্রে আঘাত। আদালত-বিচারব্যবস্থার ক্ষমতা কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে যাবতীয় ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা চলছে।”
মমতার দাবি, এই আইনের মাধ্যমে ইডি-সিবিআইকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “সাধারণ মানুষের দেওয়া ভোটে সরকার তৈরি হয়। সেই প্রক্রিয়াকেই তোয়াক্কা করা হচ্ছে না। অনির্দিষ্ট ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে ইডি-সিবিআইয়ের হাতে, যাদের সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল। সংবিধানের মৌলিক কাঠামোকেই ধসিয়ে দিয়ে এক ব্যক্তি, এক দল এবং এক সরকারের হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রকে বাঁচানোর সময় এসেছে। আদালতের ক্ষমতা কেড়ে নিলে মানুষ ক্ষমা করবে না। এই বিলকে আটকাতেই হবে।”
পটভূমি ও রাজনৈতিক সঙ্কেত Mamata Banerjee reaction on new bill
পশ্চিমবঙ্গে অতীতে মন্ত্রীদের গ্রেফতার হওয়ার নজির রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো হলেও, রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরও সাড়ে তিন মাস মন্ত্রিত্বে বহাল ছিলেন— যা নিয়ে বিরোধীরা সরব হয়। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় তিহাড় জেলে বন্দি থেকেও মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছিলেন।
এই অভিজ্ঞতাই মূলত কেন্দ্রকে এমন বিল আনার পথে ঠেলে দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে বিরোধীদের মতে, এই পদক্ষেপ আসলে “গণতান্ত্রিক অধিকার খর্ব ও বিচারব্যবস্থার স্বাধীনতা নষ্টের চক্রান্ত”।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে এই পরিস্থিতিকে “জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর” আখ্যা দিয়েছেন। তাঁর কথায়, “এটা কোনও সংস্কার নয়, বরং বিচারব্যবস্থাকে দমানোর চেষ্টা। সাংবিধানিক রক্ষাকবচ ভেঙে ফেলার ছক।”
সংসদে এই বিল ঘিরে আগামি দিনগুলিতে যে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, তা কার্যত নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
West Bengal: A new bill introduced by Home Minister Amit Shah allows for the removal of a PM, CM, or minister after 30 days in jail. West Bengal CM Mamata Banerjee has fiercely criticized the proposed law, calling it a “Hitler-style” attack on democracy and federalism. Get the latest on the political controversy and her strong reaction.