চোট ও ফর্মের অভাবে এই ৪ ভারতীয় ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

১৯ আগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ঘোষণা করেছে আসন্ন এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৫ সদস্যের দল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট,…

Indian Cricket Team star 4 cricketer like to retirement from international cricket due to injury during Asia Cup

১৯ আগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ঘোষণা করেছে আসন্ন এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৫ সদস্যের দল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, শুরু ৯ সেপ্টেম্বর। নির্বাচকদের নজর এখন তরুণদের দিকে বেশি থাকলেও, দীর্ঘদিনের অভিজ্ঞ তারকাদের (Indian Cricket Team) অবস্থা এখন অনিশ্চিত। চোট, ফর্মের ঘাটতি এবং নির্বাচকদের অগ্রাধিকারে না থাকা। সব কারণ মিলিয়ে সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ভারতের চার তারকা ক্রিকেটার।

১. জসপ্রীত বুমরাহ :

   

ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহকে ঘিরে আশঙ্কা ক্রমেই বাড়ছে। ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের জন্য পরিচিত বুমরাহ বারবার পিঠের চোটে পড়ছেন। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি ম্যাচে খেলতে পেরেছেন তিনি। চতুর্থ টেস্টে তার বলের গতি ছিল অনেকটাই কম, ক্লান্ত দেখাচ্ছিল তাকে। যদিও এশিয়া কাপ ২০২৫ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে বুমরাহ শেষবার ওয়ানডে খেলেছিলেন, আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ এই ফরম্যাটে। বিশেষজ্ঞদের মতে, শরীর আর আগের মতো সাড়া না দিলে বুমরাহ পরের বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।

২. করুন নায়ার :

একসময় ত্রিশতকের মালিক করুন নায়ার দীর্ঘদিন পরে আবার ভারতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দলে রাখা হলেও, পারফর্ম করতে ব্যর্থ হন তিনি। চার ম্যাচে মাত্র ২০৫ রান, তাও কোনও বড় ইনিংস ছাড়াই। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক কেরিয়ার ফের চ্যালেঞ্জের মুখে।

বহু প্রতিভাবান ব্যাটসম্যানের ভিড়ে নায়ার আর জায়গা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও আন্তর্জাতিক পর্যায়ে আর প্রত্যাবর্তন সম্ভব নয়। সেক্ষেত্রে চলতি বছরই অবসরের কথা জানাতে পারেন তিনি।

৩. মহম্মদ শামি :

Advertisements

২০২৩ সালের বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন মহম্মদ শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। কিন্তু এরপর চোট তার কেরিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার করতে হয়, এরপর হাঁটুর চোট তাকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও দূরে রাখে।

বর্তমানে তিনি রিহ্যাবে রয়েছেন এবং মাঠে ফেরার চেষ্টা করছেন। তবে বয়স এখন ৩৪ এবং বারবার চোট পাওয়ার কারণে অনেকেই মনে করছেন, শামির আন্তর্জাতিক কেরিয়ার থেমে যেতে পারে ।

৪. আজিঙ্কা রাহানে :

টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম নির্ভরযোগ্য নাম আজিঙ্কা রাহানে। ৮৫ টেস্টে ৫০৭৭ রান করে তিনি ভারতের জন্য বহু ম্যাচ বাঁচিয়েছেন। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়াকু ইনিংস খেলেও, তারপর থেকে তাকে জাতীয় দলে দেখা যায়নি।

আইপিএল ২০২৫ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল ফর্মে থাকলেও, নির্বাচকদের বিবেচনায় আসেননি তিনি। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক দলে ফিরে আসার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ। ফলে চলতি বছরেই অবসর নিয়ে ফেলতে পারেন তিনি।

Indian Cricket Team star 4 cricketer like to retirement from international cricket due to injury during Asia Cup