ভারতের স্কোয়াড নিয়ে বিতর্ক তুঙ্গে, বাদ পড়া ৭ তারকা ঘিরে ক্ষোভ

এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করতেই শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। বাদ পড়েছেন অন্তত ৭ জন চেনা…

Indian Cricket Team in Asia Cup squad Shreyas Iyer to Washington Sundar snub 7 stars dropped netizens outraged

এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করতেই শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। বাদ পড়েছেন অন্তত ৭ জন চেনা মুখ, যাঁরা পারফরম্যান্সের নিরিখে স্কোয়াডে থাকার দাবিদার ছিলেন বলেই মনে করছেন বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও।

এই তালিকার সবচেয়ে চর্চিত নাম শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত দু’বছরে তিনি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফর্ম করেছেন। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ট্রফি জেতানোর পাশাপাশি, চলতি মরসুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে ফাইনালে তুলেছেন দলকে। এর পাশাপাশি মুম্বইয়ের রঞ্জি ট্রফি জয়ে, ইরানি কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

   

অথচ, মিডল অর্ডারে জায়গা হয়নি তাঁর। নির্বাচক অজিত আগরকর এই বিষয়ে বলেছেন, “শ্রেয়সের দোষ কিছুই নেই। তবে বলুন তো, ওকে কাকে সরিয়ে জায়গা দেব?” কিন্তু নেটিজেনরা এই যুক্তিতে সন্তুষ্ট নন।

দলে জায়গা হয়নি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও। কার্যকরী অফ-স্পিন এবং লোয়ার-মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটিংয়ের জন্য তাঁকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে পারফর্ম করলেও তাঁকেও রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

আরও এক বিস্ময়কর সিদ্ধান্ত যশস্বী জয়সওয়ালকে মূল দলে না রাখা। এবারের আইপিএলে তিনি ৫৫৯ রান করেন ১৫৯.৭১ স্ট্রাইক রেটে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্কোয়াডে রিজার্ভ ওপেনার ছিলেন। ইংল্যান্ড সফরে ১০ ইনিংসে ৪১১ রান করেছেন দুটি শতরান-সহ। তা সত্ত্বেও জায়গা হয়নি মূল স্কোয়াডে, রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। কিন্তু নির্বাচকদের যুক্তি, অভিষেক শর্মার সাম্প্রতিক পারফর্ম্যান্স এবং তাঁর অতিরিক্ত বোলিং বিকল্প হিসেবে থাকাটা সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে।

পেস আক্রমণেও চমক। বাদ পড়েছেন মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। চলতি আইপিএলে ১৬ উইকেট নেওয়া সিরাজের অভিজ্ঞতা এবং বুমরাহর সঙ্গে তাঁর বোলিং জুটি কার্যকর হতে পারত বলে মনে করা হচ্ছিল। প্রসিদ্ধ কৃষ্ণ তো ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। অথচ দু’জনেই বাইরে।

Advertisements

২০২৫ আইপিএলে সর্বাধিক রানশিকারি সাই সুদর্শন। ৭৫৯ রান, একটি শতরান এবং ছ’টি হাফ সেঞ্চুরি, ধারাবাহিকতা এবং পরিণত ব্যাটিংয়ের নিদর্শন রেখে গিয়েছেন। তবু তাঁর জন্য জায়গা মেলেনি। মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়ার দক্ষতায় টি-টোয়েন্টি দলে নিয়মিত হয়ে উঠেছিলেন রবি বিষ্ণোই। কিন্তু এবার নির্বাচকরা কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে তাঁর ওপরে প্রাধান্য দিয়েছেন।

এশিয়া কাপে ভারতীয় দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও রিঙ্কু সিং

স্ট্যান্ডবাই তালিকা : যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল

Indian Cricket Team in Asia Cup squad Shreyas Iyer to Washington Sundar snub 7 stars dropped netizens outraged