দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে মারল নবম শ্রেণির পড়ুয়া, ব্যাপক বিক্ষোভ আমেদাবাদের স্কুলে

Ahmedabad school stabbing death আমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদে স্কুল প্রাঙ্গণেই ঘটল রক্তাক্ত কাণ্ড। দশম শ্রেণির এক পড়ুয়াকে কুপিয়ে মারল নবম শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার রাতে গুরুতর জখম…

Ahmedabad school stabbing death

Ahmedabad school stabbing death

আমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদে স্কুল প্রাঙ্গণেই ঘটল রক্তাক্ত কাণ্ড। দশম শ্রেণির এক পড়ুয়াকে কুপিয়ে মারল নবম শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার রাতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষ।

স্কুল চত্বরে বিক্ষোভ

মৃত ছাত্রটি সিন্ধি সম্প্রদায়ের সদস্য। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বুধবার ভোর থেকে বিপুল সংখ্যক সিন্ধি সম্প্রদায়ভুক্ত মানুষ স্কুল চত্বরে জড়ো হন। অপরাধে অভিযুক্ত ছাত্র মুসলিম সম্প্রদায়ের হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল রূপ নেয়। বিক্ষোভে অংশ নেয় একাধিক হিন্দু সংগঠন ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।

   

প্রতিবাদ দ্রুতই অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্কুল ভবনে ভাঙচুর চালানো হয়, এমনকি কয়েকজন কর্মচারীর ওপর হামলার অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল পুলিশবাহিনী। কিন্তু পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

অভিযুক্ত ছাত্রকে পুলিশ আটক করেছে Ahmedabad school stabbing death

অভিযুক্ত নবম শ্রেণির ছাত্রকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। যেহেতু সে নাবালক, তাই তার বিরুদ্ধে মামলা চলছে কিশোর অপরাধ আইন অনুযায়ী। অন্যদিকে, নিহত ছাত্রের পরিবার এবং কয়েকটি হিন্দু সংগঠন স্কুলের প্রিন্সিপাল ও পরিচালনা পরিষদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ—বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী।

Advertisements

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আহমেদাবাদের বেসরকারি স্কুলে এই রক্তাক্ত হত্যাকাণ্ড এখন রাজ্যজুড়ে চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু।

Bharat: A shocking school stabbing in Ahmedabad results in the death of a Class 10 student. The incident has sparked massive community protests and violence, with allegations of school security lapses. Get the full story on the tragic event and ongoing investigations.