এশিয়া কাপে নেই তারকা পেসার, অবসর নিয়ে তৈরি হল ধোঁয়াশা!

১৯ আগস্ট ভারতীয়  বোক্রিকেটর্ড (BCCI) ১৫ সদস্যের দল (Indian Cricket Team) ঘোষণা করেছে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য। যদিও এবছর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি…

Indian Cricket Team bowler Mohammed Shami dropped from Asia Cup 2025 squad career and retirement rumors

১৯ আগস্ট ভারতীয়  বোক্রিকেটর্ড (BCCI) ১৫ সদস্যের দল (Indian Cricket Team) ঘোষণা করেছে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য। যদিও এবছর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবরা। দীর্ঘদিন পর এই টুর্নামেন্টে তাঁদের প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা যেমন রয়েছে, তেমনি অনুপস্থিত এক মহাতারকাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

ভারতের অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসেবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিশেষ করে ওডিআই ও টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ভারতকে একাধিক ম্যাচে জয়ের মুখ দেখিয়েছে। কিন্তু ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের পর চোটে জর্জরিত হয়ে পড়েন এই অভিজ্ঞ পেসার। তার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে।

   

চোট সারিয়ে ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলে ফিরলেও, প্রত্যাশিত ছন্দে ফিরতে পারেননি তিনি। বিশেষ করে গত ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পাননি শামি। এরপর ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলার সুযোগ পান তিনি। কিন্তু সেই সিরিজে তাঁর পারফরম্যান্স হতাশাজনক ছিল। গতি, সুইং কিংবা উইকেট নেওয়ার ক্ষমতা সব ক্ষেত্রেই একপ্রকার ব্যৰ্থ হয়েছিলেন শামি।

এই অবস্থায় আসন্ন এশিয়া কাপে স্কোয়াডে জায়গা না পাওয়া অনেক বড় বার্তা বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাঁদের মতে, বিসিসিআই ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ পেসারদের ওপরই ভরসা রাখছে। বিশেষ করে বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিংদের মতো ফর্মে থাকা বোলারদের সামনে শামির জায়গা করে নেওয়া সহজ নয়।

Advertisements

যদিও এখনও পর্যন্ত অবসর নিয়ে কোনও মন্তব্য করেননি মহম্মদ শামি। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ট্রেনিংয়ের কিছু ছবি পোস্ট করে বুঝিয়েছেন, তিনি এখনও ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, টেস্ট বা ওডিআই ফর্ম্যাটে হয়ত কিছুটা সুযোগ রয়েছে। তবে টি-২০ দলের পরিকল্পনায় শামি আর নেই বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Indian Cricket Team bowler Mohammed Shami dropped from Asia Cup 2025 squad career and retirement rumors