নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। সূত্রের খবর, চলতি বছরের জুলাই মাস থেকে কার্যকরী হওয়া মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির ঘোষণা সেপ্টেম্বরেই করতে পারে কেন্দ্রীয় সরকার। এবারই সম্ভবত সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ ডিএ বৃদ্ধি হতে চলেছে, কারণ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
কবে ঘোষণা হতে পারে ডিএ বৃদ্ধি?
সরকার বছরে দু’বার, জানুয়ারি ও জুলাই মাসে—ডিএ সংশোধন করে। তবে সংশোধিত হারের ঘোষণা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হয় এবং কর্মীরা জুলাই, অগস্ট, সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া বেতন পান একসঙ্গে। ফলে ধারণা করা হচ্ছে, উৎসবের মরশুমের আগেই, অর্থাৎ সেপ্টেম্বরে, ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র কর্মচারী ও পেনশনভোগীদের দীপাবলির আগাম উপহার দিতে পারে। উল্লেখ্য, এবছর দীপাবলি ২০ অক্টোবর।
কীভাবে নির্ধারিত হয় ডিএ? Government Employees DA Hike
ডিএ বৃদ্ধির হার নির্ধারিত হয় শিল্পশ্রমিকদের ভোক্তা মূল্য সূচক (CPI-IW) অনুসারে। প্রতি মাসে শ্রম ব্যুরো এই সূচক প্রকাশ করে। বিগত ১২ মাসের গড় CPI-IW-এর ভিত্তিতে সপ্তম বেতন কমিশনের সূত্র মেনে ডিএ বৃদ্ধি করা হয়। বর্তমানে ডিএ ৫৫%। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার ৩%-৪% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ডিএ ৫৮%-৫৯%-এ পৌঁছতে পারে।
কতটা লাভ হবে কর্মচারী ও পেনশনভোগীদের?
যদি ডিএ ৩% বাড়ানো হয়, তবে ১৮,০০০ টাকা বেসিক বেতনের প্রাথমিক স্তরের এক কর্মচারীর মাসিক আয় প্রায় ৫৪০ টাকা বাড়বে। অন্যদিকে, ৯,০০০ টাকা বেসিক পেনশনধারীরা মাসে অতিরিক্ত ২৭০ টাকা সুবিধা পাবেন। যদিও, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যা সম্ভবত সেপ্টেম্বর-অক্টোবরে ঘোষণা করা হবে।
অতএব, উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের হাতে বাড়তি আয় যোগ হতে পারে, যা নিঃসন্দেহে তাদের কাছে এক বড় ‘দীপাবলি বোনাস’ হিসেবে ধরা হবে।
Bharat: Big update for central government employees and pensioners: DA and DR hike likely from July, with official announcement in September 2025 under the 7th Pay Commission. This could be the last hike before the 8th Pay Commission in January 2026.