লাইনে জল, শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর রুটে থমকাল মেট্রো, বিপাকে যাত্রীরা

কলকাতা: আবারও ব্যস্ত সময়ে বিভ্রাট মেট্রো পরিষেবায়। বুধবার সকাল থেকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে একাধিক জায়গায় মেট্রো দাঁড়িয়ে থাকার অভিযোগ ওঠে। কালীঘাট, যতীন দাস…

Kolkata Metro Disruption

কলকাতা: আবারও ব্যস্ত সময়ে বিভ্রাট মেট্রো পরিষেবায়। বুধবার সকাল থেকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে একাধিক জায়গায় মেট্রো দাঁড়িয়ে থাকার অভিযোগ ওঠে। কালীঘাট, যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝখানে ট্র্যাকে জল জমে যাওয়ায় পরিষেবা কার্যত থমকে যায়। মেট্রো না পেয়ে অফিসযাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করেও ট্রেন না পেয়ে অনেককেই বাস বা ক্যাব ধরতে হয়, গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়াও।

বর্ষার মরশুমে বারবার একই সমস্যা

যাত্রীদের অভিযোগ, চলতি বর্ষার মরশুমে এ নিয়ে বারবার একই সমস্যা দেখা দিচ্ছে। এর আগেও জুলাই মাসে পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের মাঝে জল জমে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। নিত্যযাত্রীদের কথায়, “প্রতিদিনই সময়মতো ট্রেন আসে না। বৃষ্টি হলে তো সমস্যাই বেড়ে যায়। অফিসে লেট মার্ক এড়াতে মেট্রো ধরলেও শেষমেশ ভোগান্তির শিকার হতে হয়।”

   

স্টেশনের পিলারে ফাটল Kolkata Metro Disruption

এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রান্তিক স্টেশন। ফলে নিউ গড়িয়া থেকে মেট্রো ধরতে অভ্যস্ত যাত্রীদের এখন আরও এগিয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাত্রা শুরু করতে হচ্ছে। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি যাত্রীদের উপর বাড়তি আর্থিক চাপও পড়ছে।

Advertisements

শহিদ ক্ষুদিরাম প্রান্তিক স্টেশন না হওয়ায় রেক ঘোরাতেও সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। ফলে ট্রেনের গতি ব্যাহত হচ্ছে প্রায়ই। কালীঘাট স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ঘটনাও এদিন ধরা পড়েছে। সব মিলিয়ে বারবার মেট্রো বিভ্রাট নিয়ে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা।

Kolkata City: Kolkata Metro services were disrupted from Shahid Khudiram to Dakshineswar as heavy waterlogging stalled trains mid-route. Stranded commuters faced delays, overcrowding, extra travel costs, and daily struggles during monsoon chaos.