দিল্লি মুখ্যমন্ত্রীর উপর হামলা, প্রকাশ্যে এল হামলাকারীর পরিচয়

দিল্লির রাজনীতিতে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। রাজধানীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Cm Rekha Gupta) উপর প্রকাশ্যে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যের বিষয়, ঘটনাটি ঘটেছে…

Attack on Delhi Chief Minister: Attacker Identified as Rajkot Resident"

দিল্লির রাজনীতিতে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। রাজধানীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Cm Rekha Gupta) উপর প্রকাশ্যে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যের বিষয়, ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর নিজের বাসভবনেই। বুধবার সকালে যখন সাপ্তাহিক জনশুনানি চলছিল, তখনই এই ঘটনা ঘটে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম রাজেশ সাকরিয়া (৪১)। গুজরাটের রাজকোটের বাসিন্দা তিনি।

কীভাবে ঘটল ঘটনা?

   

প্রত্যেক সপ্তাহে একদিন মুখ্যমন্ত্রীর(Cm Rekha Gupta) বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য আয়োজন করা হয় জনশুনানি। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বহু মানুষ নিজের সমস্যার কথা জানাতে হাজির হন মুখ্যমন্ত্রীর বাড়িতে। তাঁদের মধ্যে ছিলেন রাজেশও। প্রথমে স্বাভাবিকভাবেই নিজের সমস্যা তুলে ধরছিলেন তিনি। জানা গিয়েছে, রাজেশের এক আত্মীয় বর্তমানে জেলে বন্দি, মামলাটি আদালতে বিচারাধীন। তাঁর মুক্তির জন্য দিল্লিতে এসে পিটিশন জমা দিতে চেয়েছিলেন তিনি এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্য প্রার্থনা করেন।

কিন্তু কথোপকথনের মাঝেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজেশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকটি কাগজ মুখ্যমন্ত্রীকে (Cm Rekha Gupta) দেখাতে চেয়েছিলেন তিনি। সেই সময়েই উত্তেজিত হয়ে ওঠেন এবং হঠাৎই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হাত ধরে টানাটানি শুরু করেন। সেই টানাটানির সময়েই মুখ্যমন্ত্রীর গায়ে আঘাত লাগে। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে রাজেশকে কাবু করে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

কেন এমন করলেন রাজেশ?

ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক কী কারণে এমন আচরণ করলেন অভিযুক্ত? সূত্রে খবর, রাজেশ কিছুদিন ধরেই মানসিকভাবে চাপে ছিলেন। তাঁর মা ভানু সাকরিয়ার দাবি, ছেলে প্রাণীপ্রেমী, বিশেষ করে কুকুর ভালবাসেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট পথকুকুরদের নিয়ে কিছু নির্দেশ জারি করেছে। সেই সিদ্ধান্তে ভীষণভাবে মন খারাপ ছিল তাঁর। এর সঙ্গে আত্মীয়ের গ্রেফতার হওয়া তাঁকে আরও ভেঙে দেয়। পরিবারের তরফে দাবি করা হয়েছে, এসব কারণেই মানসিক ভারসাম্য কিছুটা হারিয়েছিলেন রাজেশ, আর সেজন্যই এই চরম পদক্ষেপ করেন।

রাজনৈতিক প্রতিক্রিয়া

Advertisements

রাজধানীর মুখ্যমন্ত্রীর(Cm Rekha Gupta) উপরে এভাবে প্রকাশ্যে হামলার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি, যদি মুখ্যমন্ত্রীর বাড়িতেই এভাবে নিরাপত্তা ভাঙন ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? অপরদিকে, মুখ্যমন্ত্রীর দল জানিয়েছে, এটি নিছকই একটি বিচ্ছিন্ন ঘটনা এবং অভিযুক্ত ব্যক্তিগত হতাশা থেকে এমন পদক্ষেপ করেছেন। তবে নিরাপত্তা ব্যবস্থার কোথাও ফাঁক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।

পুলিশের তদন্ত

রাজেশকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, তাঁর অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তিনি আদৌ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, নাকি পুরোপুরি ব্যক্তিগত কারণে এমনটা করেছেন, তা খোঁজার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই হামলা।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

ঘটনার পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা(Cm Rekha Gupta) জানিয়েছেন, তিনি আপাতত সুস্থ আছেন। তবে নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “জনগণের সমস্যার কথা শুনতে গিয়ে যদি এ রকম ঘটনা ঘটে, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমি চাই, মানুষ তাঁদের সমস্যা নিয়েই আমার কাছে আসুক, ভয় না পাক।”