সংখ্যালঘু এলাকাই বড় বাধা, ভোটার তালিকা সংশোধনে সংগঠন পরীক্ষায় বঙ্গ বিজেপি

কলকাতা: বিহারে সফলভাবে সম্পন্ন হয়েছে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া। নির্বাচন কমিশনের সহযোগিতায় প্রায় দেড় লক্ষ বুথ লেভেল এজেন্ট (BLA) মাঠে…

BJP voter list revision Bengal

কলকাতা: বিহারে সফলভাবে সম্পন্ন হয়েছে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া। নির্বাচন কমিশনের সহযোগিতায় প্রায় দেড় লক্ষ বুথ লেভেল এজেন্ট (BLA) মাঠে কাজ করেছেন। শাসক জেডিইউ-বিজেপি জোটের পাশাপাশি বিরোধী আরজেডি-সহ অন্যান্য দলও প্রতিনিধিত্ব করেছে এই বিএলএ কাঠামোয়। বুথ লেভেল অফিসারদের (BLO) পাশে থেকে ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিতরণ, সংগ্রহ থেকে শুরু করে ভোটারদের সহায়তা করা-সব ক্ষেত্রেই এজেন্টদের সক্রিয় ভূমিকা ছিল।

সংগঠনিক দুর্বলতা বড় বাধা

কিন্তু বাংলার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে সংগঠনিক দুর্বলতা বিজেপির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, প্রয়োজনীয় সংখ্যার তুলনায় রাজ্য বিজেপি এখনও পর্যন্ত মাত্র ৪৩ হাজার বিএলএ-২ সরবরাহ করতে পেরেছে। দলের অন্দরমহলের স্বীকারোক্তি-অনেক ব্লকেই বিজেপির কার্যত কোনও সংগঠন নেই, কোথাও বা তা এতটাই দুর্বল যে নির্বাচনী প্রক্রিয়ায় উপযুক্ত কর্মী দেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত কাঠামোয় স্পষ্ট ঘাটতি থেকে যাচ্ছে।

   

যদিও বিজেপি নেতৃত্ব দাবি করছে, শেষ পর্যন্ত প্রায় ৭০ হাজার বিএলএ-২ নিয়োগ করা সম্ভব হবে। তবে এর জন্য বাধ্য হয়ে বুথ সভাপতিদের এই দায়িত্ব নিতে হবে। নির্বাচনী প্রস্তুতিতে বুথ সভাপতি এক গুরুত্বপূর্ণ সংগঠনিক স্তম্ভ-তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি হলে সামগ্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, আশঙ্কা দলের ভেতরেই।

থ লেভেল অফিসারদের কার্যকলাপ পর্যবেক্ষণ BJP voter list revision Bengal

সম্প্রতি কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বংশল স্পষ্ট নির্দেশ দিয়েছেন-রাজ্য সরকারি কর্মী হিসেবে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে বিএলএ-দের মাধ্যমে। এ জন্যই সংগঠনকে আরও দৃঢ় করার ওপর জোর দিচ্ছে বিজেপি।

শাসকদলকে নিশানা

রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য দাবি করছে, বিএলএ নিয়োগে বিশেষ দল তৈরি করা হয়েছে। দলের মিডিয়া কো-ইনচার্জ কেয়া ঘোষ বলেন, “আমরা জানি শাসকদল কীভাবে কারচুপি চালায়। তাই আমাদের বিএলএ-রাই মাঠে নেমে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করবেন।”

Advertisements

তবে তিনি সমস্যার কথাও এড়িয়ে যাননি। তাঁর বক্তব্য, “সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে আমাদের কর্মীদের কাজ করা কঠিন। সন্দেশখালিতে ইডি কর্মকর্তারাও নিরাপদ ছিলেন না, যখন তাঁরা শেখ সাজাহানকে ধরতে গিয়েছিলেন। তাহলে আমাদের সংগঠন গড়ে তোলার চ্যালেঞ্জ আপনি বুঝতেই পারছেন।”

বিহারে যেখানে জোটের শক্তিতে নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনায়াসে সফল হয়েছে, সেখানে বাংলায় বিজেপির দুর্বল সাংগঠনিক কাঠামো প্রকট হয়ে উঠেছে। আসন্ন বিধানসভা ভোটের আগে এই বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়াকে জাতীয় নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। কিন্তু বাস্তবে তার রূপায়ণ নিয়ে রাজ্য বিজেপি প্রবল চাপে।

Politics: Despite Bihar’s successful voter list revision (SIR) with strong BLA support, the BJP in Bengal faces a major organizational hurdle. Acknowledging a lack of strong on-the-ground presence, the party struggles to provide sufficient BLA-2s, creating a significant gap in the Election Commission’s framework.