নয়াদিল্লি: পাকিস্তানের পরপর হুমকির আবহেই এবার কৌশলগত পদক্ষেপ নিল ভারত। জম্মু ও কাশ্মীর থেকে সীমান্তবর্তী পঞ্জাব পর্যন্ত বিস্তীর্ণ আকাশসীমায় নোটাম (Notice to Airmen) জারি করল ভারতীয় বায়ুসেনা। অর্থাৎ এই সময় ওই অঞ্চলের আকাশপথে বিমান চলাচলের ক্ষেত্রে অন্য বিমানকে সতর্ক থাকতে হবে। ধারণা করা হচ্ছে, সীমান্ত ঘেঁষা আকাশসীমায় সামরিক মহড়া বা যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা চালাতে চলেছে ভারত।
আজ থেকেই নোটাম
মঙ্গলবার, ১৯ অগাস্ট থেকে কার্যকর হয়েছে এই নোটাম। তা জারি থাকবে আগামী ২১ অগস্ট ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। দুটি আলাদা জোনে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর ও পঞ্জাবের আকাশে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার কৌশল রিহার্সাল করতে পারে ভারতীয় বায়ুসেনা।
এদিকে একই সময়ে ২০ থেকে ২১ অগস্ট পর্যন্ত সমুদ্রে আরও একটি নোটাম জারি করেছে ভারত। অনুমান করা হচ্ছে, এই সময় কোনও দূরপাল্লার মিসাইল পরীক্ষার পরিকল্পনা রয়েছে। স্থল ও সমুদ্র—দুই দিকেই নোটাম ঘোষণায় কৌতূহল তৈরি হয়েছে প্রতিরক্ষা মহলে।
অপারেশন সিঁদুর-এ পাঁচ পাক যুদ্ধবিমান ধ্বংস Indian Air Force NOTAM
প্রসঙ্গত, এর আগে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের মাটিতে প্রবেশ করে সাফল্যের সঙ্গে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, সংঘর্ষকালে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। একাধিক এফ-১৬ যুদ্ধবিমান এবং একটি এডব্লিউএসিএসও (AWACS) ধ্বংস হয়েছিল সেই অভিযানে। পরে এই ক্ষতির হিসেব নিয়ে পাকিস্তান অস্বচ্ছতা দেখায়।
সম্প্রতি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনা প্রধান ফের সেই অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, পাকিস্তানের রহিম ইয়ার খান ঘাঁটি আজও সচল করতে পারেনি ইসলামাবাদ। বর্তমানে ওই ঘাঁটির আকাশসীমাতেও নোটাম জারি রয়েছে, যা বহাল থাকবে ২২ অগস্ট পর্যন্ত।
পাকিস্তানের ধারাবাহিক হুমকির মাঝেই জম্মু-কাশ্মীর ও পঞ্জাবে ভারতের এই পদক্ষেপকে নতুন বার্তা হিসেবেই দেখছে প্রতিরক্ষা বিশ্লেষকরা।
Bharat: Amidst recent threats from Pakistan, the Indian Air Force has issued a NOTAM over Jammu & Kashmir and Punjab airspace. The move, valid from August 19-21, suggests a possible military drill or missile test. This strategic action has sparked curiosity in defense circles.